Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজের প্রযোজনা সংস্থা থেকে সরে দাঁড়ালেন আনুশকা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ মার্চ ২০২২ ১৮:৩৬

নিজের প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’ থেকে সরে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী ও প্রযোজক আনুশকা শর্মা। আচমকাই এমন এক সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। শনিবার (১৯ মার্চ) সামাজিক যোগযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানালেন, ‘এখন থেকে প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মসের দায়িত্বে থাকবেন তার ভাই কর্নেশ শর্মা’।

প্রসঙ্গত, ২০১৩ সালে আনুশকা এবং তার ভাই কর্নেশের হাত ধরে যাত্রা শুরু হয় ক্লিন স্লেট ফিল্মস’-এর। ‘এনএইচ১০’, ‘পরী’, নেটফ্লিক্সে ‘বুলবুল’ এবং অ্যামাজন প্রাইম ভিডিও-তে ‘পাতাললোক’-এর মতো বেশ কিছু প্রশংসিত ছবি মুক্তি পেয়েছে। সংস্থার আসন্ন প্রোজেক্ট ‘মাই’ এবং নেটফ্লিক্স ফিল্ম ‘কোয়ালা’।

বিজ্ঞাপন

এবার সংস্থার পুরো দায়িত্ব ভরসা করে ভাইয়ের হাতে ছাড়লেন আনুশকা। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে অভিনেত্রী লিখেছেন, “ভাইয়ের সঙ্গে যখন প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’-এর যাত্রা শুরু করেছিলাম, তখন ছবি প্রযোজনার ব্যাপারে আমদের ততটা ধারনা ছিল না। তবে আমাদের স্বপ্ন ছিল নতুন কিছু করার। সেই ইচ্ছে নিয়েই অনেকটা দূর এসেছি। সাফল্যও পেয়েছি। এর জন্য ক্রেডিট দিতে চাই ভাই কার্নেশকে। ওর জন্য নতুন দিশা দেখেছে এই সংস্থা।”

আনুশকা আরও লিখেছেন, ‘আমি এখন এক সন্তানের মা। যার পেশা অভিনয়। অভিনয়টা আমার প্রথম প্রেম। তাই এখন অভিনয়ের সঙ্গেই যুক্ত থাকতে চাই। সেই কারণেই এই প্রযোজনা সংস্থা থেকে সরে এলাম। এখন থেকে এর দায়িত্ব সামলাবে আমার ভাই কর্নেশ। এই সংস্থা একদম সঠিক হাতেই থাকবে। তবে সংস্থার সঙ্গে অফিসিয়ালি যুক্ত না থাকলেও, ভাইয়ের পাশে আছি। সব সময় সংস্থার সাফল্যের কামনা করব। আমার শুভেচ্ছা সব সময়ই থাকবে এই প্রযোজনা সংস্থার সঙ্গে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বরে ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আনুশকা। ২০২১ সালের জানুয়ারিতে জন্ম নেয় তাদের কন্যা ভামিকা। অভিনেত্রীর হওয়ার পর মাতৃত্বের যাত্রাপথ শুরু হয় নায়িকার। আনুশকার আসন্ন সিনেমা ‘চাকদহ এক্সপ্রেস’। ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক এই ছবি। ছবিতে ঝুলক গোস্বামীর চরিত্রে অভিনয় করছেন আনুশকা।

সারাবাংলা/এএসজি

আনুশকা শর্মা নিজেরই প্রযোজনা সংস্থা থেকে সরে দাঁড়ালেন আনুশকা