Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন নয়, ঈদে আসছে শাকিবের দুই ছবি

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২২ ১৮:১৩

কথা ছিলো ঈদে আসবে শাকিব খান অভিনীত তিনটি ছবি। তবে ঈদের দেড় মাস আগে এসে জানা গেলো ছবি আসবে দুটি— গলুই ও বিদ্রোহী। ‘আন্তরাত্মা’ আসার কথা থাকলেও ছবিটি ঈদে মুক্তি না দেওয়ার কথা জানিয়েছেন প্রযোজক।

এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’ ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন এ প্রজন্মের নায়িকা পূজা চেরী।

সরকারি অনুদানের নির্মিত ‘গলুই’-এর সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন, ‘এরই মধ্যে আমাদের ১৫টির মতো হল চূড়ান্ত; মৌখিক কথা হয়েছে আরও ২০টি হলের সঙ্গে।’

‘বিদ্রোহী’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন জানান, তারা ঈদে আসার জন্য বহু আগে থেকেই ডেট বুকিং করে রেখেছেন প্রযোজক সমিতিতে। তাদের ঈদে আসা নিয়ে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই।

অন্য দিকে জানা গেছে ‘আন্তরাত্মা’র এখনও পোস্ট প্রোডাকশনের কাজ সব শেষ হয়নি। বেশ ভালো পরিমাণে তা বাকি। যা আগামী এক দেড় মাসে শেষ করা বাস্তবে বেশ কঠিন হয়ে যাবে। তাই প্রযোজনা সংস্থা বিকল্প চিন্তা করছে। তবে ছবির পরিচালক শাহীন সুমন অবশ্য বলছেন, তিনি তার ছবিটি ঈদে মুক্তি দিবেন।

সারাবাংলা/এজেডএস

ঈদের ছবি শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর