Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মদিনে নতুন ছবির ঘোষণা দিলেন আমির

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৫ মার্চ ২০২২ ১৬:১৭ | আপডেট: ১৫ মার্চ ২০২২ ১৬:১৯

সোমবার ছিল আমির খানের ৫৭তম জন্মদিন। প্রতি জন্মদিনেই সাধারণত আমির নিজের পরের ছবির আভাস দিয়ে যান। এবারও জন্মদিনের দিন করে ফেললেন বড় ঘোষণা। জন্মদিনের সন্ধ্যায় মুম্বাইয়ের তাজ ল্যান্ডস এন্ড হোটেলেই কেক কাটেন আমির। এদিন মিডিয়ার সামনে কেক কাটার সময় জানালেন পরের ছবি নিয়ে বড় আপডেট। ‘লাল সিং চাড্ডা’র পর আসছে আবার এক বড় ধামাকা।

২০১৮ সালের স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পেওনেস’-এর বলিউড ভার্সনে অভিনয় করতে চলেছেন আমির। একদল মানসিক ভারসাম্যহীন মানুষ কীভাবে বাস্কেটবল চাম্পিয়নশিপ জিতে নেয় এক নতুন কোচের অধীনে, তাই এই সিনেমার গল্প। তবে টুইস্ট হল এখানে নতুন কোচ একাধারে বদরাগি আর মাতাল। এই কোচের ভূমিকাতেই দেখা মিলবে আমির খানের। ছবিটির পরিচালনা করছেন আরএস প্রসন্ন।

বিজ্ঞাপন
মিডিয়ার সামনে কেক কাটার সময় জানালেন পরের ছবি নিয়ে বড় আপডেট

মিডিয়ার সামনে কেক কাটার সময় জানালেন পরের ছবি নিয়ে বড় আপডেট

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে পরিচিত আমির থ্রি ইডিয়েটস, পিকে, দঙ্গল, গজনি-র মতো ব্লকব্লাস্টার সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। আসন্ন সিনেমা ‘লাল সিং চাড্ডা’ও হলিউডের ব্লকব্লাস্টার ছবি ‘ফরেস্ট গাম্প’র হিন্দি ভার্সন। বহুবার মুক্তির তারিখ পিছানোর পর আগামী ১১ আগস্ট সিনেমাটির মুক্তির দিন হিসেবে ঘোষণা হয়েছে।

সারাবাংলা/এএসজি

আমির খান জন্মদিনে নতুন ছবির ঘোষণা দিলেন আমির

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর