Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবারও ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন পেলেন জয়া

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৫ মার্চ ২০২২ ১৪:৪২

সৌন্দর্য ও অসাধারণ অভিনয় শৈলী দিয়ে তিনি দুই বাংলার সিনেমাপ্রেমীদের মন জয় করে নেয়া অভিনেত্রীটির নাম জয়া আহসান। দুই বাংলাতেই জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় রয়েছেন তিনি। চারবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেত্রীর চলচ্চিত্রে অভিষেক হয় মোস্তফা সরোয়ার ফারুকির প্রথম ছবি ‘ব্যাচেলর’ দিয়ে। আর ভারতে নির্মাতা অরিন্দম শীলের ছবি ‘আবর্ত’-এর মাধ্যমে টলিউডে অভিষেক হয় গুণী এই অভিনেত্রীর। এরপর থেকেই দুই বাংলাতেই সমানতালে কাজ করে চলেছেন এই অভিনেত্রী। একইসঙ্গে পুরস্কারের তালিকাটিও তার বেশ লম্বা। বরাবরের মতো এবারও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২১-এর মনোনয়ন তালিকায় আছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

‘বিনিসুতোয়’ ছবিতে অভিনয় করে দুটি বিভাগে মনোনয়ন পেলেন জয়া। ফিল্মফেয়ার কর্তৃপক্ষ মনোনয়ন তালিকা প্রকাশ করেছে। দেখা গিয়েছে, ‘বিনিসুতোয়’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী কেন্দ্রীয় চরিত্র ও সমালোচক দুই বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। সেরা অভিনেত্রীর মনোনয়নের দৌড়ে জয়ার সঙ্গে রয়েছেন অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী, রুক্সিনী মৈত্র, অর্পিতা চট্টোপাধ্য়ায়, দামিনি বেনি বসু, ঋতুপর্ণা সেনগুপ্ত ও স্বস্তিকা মুখোপাধ্যায়।

বিজ্ঞাপন

২০১৯ সালে টালিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’–এর জন্য ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া আহসান। মুক্তিপ্রাপ্ত বাংলা ছবিকে উৎসাহ দিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এর আগে চারবার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, ‘বিসর্জন’ ছবিতে অভিনয়ের জন্য ২০১৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান জয়া আহসান। তারও আগে অরিন্দম শীল পরিচালিত ‘ঈগলের চোখ’ ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন জয়া। ২০১৪ সালে অরিন্দমের ‘আবর্ত’ ছবির জন্যও মনোনয়ন পেয়েছিলেন অভিনেত্রী।

সারাবাংলা/এএসজি

এবারও ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন পেলেন জয়া জয়া আহসান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর