Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযুদ্ধ ছিল এক মহাকাব্যিক ঘটনা: তানভীর মোকাম্মেল

জাবি প্রতিনিধি
১৪ মার্চ ২০২২ ১৮:৫৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ‘পাবলিক লেকচার: তানভীর মোকাম্মেলের চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে তানভীর মোকাম্মেল বলেন, ‘মুক্তিযুদ্ধ ছিল এক মহাকাব্যিক ঘটনা’।

সোমবার (১৪ মার্চ) বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ১০৩ নম্বর কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারটি যৌথভাবে আয়োজন করেন কলা ও মানবিক অনুষদ এবং দর্শন বিভাগ।

বিজ্ঞাপন

সভায় স্বাগত বক্তব্য রাখেন দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ. এস. এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া এবং সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রব্বানী।

তানভীর মোকাম্মেল বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের আত্ম-পরিচয়ের সন্ধান দিয়েছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের মধ্যদিয়ে আমরা ইতিহাসের গভীরে প্রবেশ করতে পারি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আমরা সবাই জাতি হিসেবে সব সময় বাঙালি।’ ‘সংখ্যাগরিষ্ঠ লোকজন মুসলিম সম্প্রদায়ভূক্ত। অথচ পশ্চিম পাকিস্তানের সেই সময়ের রাজনীতিকরা জাতি ও সম্প্রদায়কে অভিন্ন হিসেবে উপস্থাপন করেছিলেন। পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর নিপীড়ন ও বঞ্চনা থেকে মুক্ত হওয়ার জন্য যখন বাঙালি মুক্তি সংগ্রাম শুরু করে, তখন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যা শুরু হয় এখানে। এসময় হিন্দু সম্প্রদায় ছিল সবচেয়ে বিপন্ন। নিম্নবর্গের হিন্দুদের দু:খ ও দুর্ভোগ ছিল ভয়াবহ। শরণার্থীদের অবস্থা ছিল করুন। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে এসব দিক ফুটে উঠেছে।’

সভায় আরো উপস্থিত ছিলেন দর্শন বিভাগের অধ্যাপক মুনির হোসেন তালুকদার, অধ্যাপক জহির রায়হান, অধ্যাপক শওকত হোসেন, সহযোগী অধ্যাপক আবদুছ ছাত্তার, মোহাম্মদ উল্লাহ, শারমিন সুমি এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদুর রেজা প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

তানভীর মোকাম্মেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর