Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহাতিম সাকিব ও অবন্তি সিঁথির ‘কথার জোনাকি’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ মার্চ ২০২২ ১৮:৩০

সম্প্রতি প্রোটিউন থেকে অবমুক্ত হলো মাহাতিম সাকিব ও অবন্তি সিঁথির ‘কথার জোনাকি’। প্রসেনজিৎ ওঝার কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শোভন রায়। প্রোটিউনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘ষ্টুডিও প্রোটিউনবিডি’-তে গানটির ভিডিও অবমুক্ত করা হয়েছে।

এ গান সম্পর্কে গীতিকবি প্রসেনজিৎ ওঝা জানালেন, ‘মাহাতিম সাকিব ও অবন্তি সিঁথি দুজনই এখন খুব ভালো গান করছে, তাই তাদের নিয়ে গানটি করলাম। গানটি ভালো লাগলে আমাদের সৃষ্টিগুলো শান্তি পাবে। আমাদের প্রত্যাশা এই গানটি সবার ভালো লাগবে এবং গ্রহণ যোগ্যতাও পাবে।’

বিজ্ঞাপন

গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন সাজ্জাদ, আসপীয়া ওহী, মাহাতিম সাকিব ও অবন্তি সিঁথি। মিউজিক ভিডিওটাও নির্মাণ করেছে প্রোটিউন টিম।

সারাবাংলা/এএসজি

প্রোটিউন মাহাতিম সাকিব ও অবন্তি সিঁথির ‘কথার জোনাকি’ ষ্টুডিও প্রোটিউনবিডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর