৫ মার্চ থেকে আর্ন্তজাতিক শিশু চলচ্চিত্র উৎসব
৩ মার্চ ২০২২ ২২:৩৭ | আপডেট: ৩ মার্চ ২০২২ ২২:৩৯
‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে প্রতি বছরের মতো এবারো চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব । ৫ থেকে ১১ মার্চ আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভে অনুষ্ঠিত হবে উৎসবের ১৫তম আসর।
উৎসবটির বিস্তারিত তথ্য জানাতে বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুর ১২টায় ধানমন্ডির আলিয়ঁস্ ফ্রঁসেজে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উৎসবের সব তথ্য লিখিত বক্তব্যে সাংবাদিকদের কাছে তুলে ধরেন উৎসব পরিচালক শাহরিয়ার আল মামুন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, চিলড্রেন’স্ ফিল্ম সোসাইটি বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুননী, উৎসব কর্মকর্তা ম্ঈুদ হাসান তড়িৎ ও আলিয়ঁস্ ফ্রঁসেজের পরিচালক ফ্রঁসোয়া ঘ্রোঁজ।
মুনিরা মোরশেদ মুননী বলেন, অন্যান্য চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র নির্মাতাদের তৈরি চলচ্চিত্র দেখানো হয় আর আমরা চলচ্চিত্র নির্মাতা তৈরি করি। যারা আগে আমাদের চলচ্চিত্র উৎসবের সাথে জড়িত ছিল, তারা অনেকেই এখন খুব ভালো নির্মাতা হয়ে গেছে, এই উৎসবের মধ্যে দিয়ে যারা বড় হয়েছে তারাই এই উৎসবের আয়োজনে পিছন থেকে শিশু কিশোরদের শক্তি যোগাচ্ছে।
দেশের ৮টি বিভাগে মার্চ মাস জুড়েই এ উৎসব অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায়, মোট ৪টি প্রদর্শনী হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় এবারের উৎসবে ঢাকায় ১টি ভেন্যুতে প্রায় ৩৮টি দেশের ১১৭টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
প্রতিটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে। উৎসবের সকল প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত থাকবে। সিনেমা দেখার জন্য কোনো ধরনের প্রবেশমূল্য না থাকলেও গত বছরের ন্যায় এ বছরও মাস্ক পরিধানকে চলচ্চিত্র উৎসবের টিকেট হিসেবে বিবেচনা করা হচ্ছে।
উৎসবে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন দেশের নানান স্বাদের চলচ্চিত্র দেখার সুযোগ পাবে, উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের সুবিধার্থে বিনামূল্যে যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা করেছে উৎসব কতৃর্পক্ষ। সকল স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের চলচ্চিত্র দেখানো হবে।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি শনিবার (৫ মার্চ) বিকেল ৪টায় ঢাকা আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চিলড্রেন’স্ ফিল্ম সোসাইটি বাংলাদেশর সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল।
সারাবাংলা/এজেডএস