আক্ষেপ অনেক, কিন্তু তা করে লাভ নেই— ওস্তাদ মিহির লালা
৩ মার্চ ২০২২ ২১:৪৯ | আপডেট: ৩ মার্চ ২০২২ ২২:১১
সংগীত ও তার ইতিহাস লিখতে বসলে, এই ক্ষুদ্র মানবজীবনে তা কখনোই সম্ভব নয়। সংগীত অত্যন্ত সাধনা এবং চর্চার বিষয়। ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ভাষায়- ‘সংগীত হলো, মহাসমুদ্রের পাড়ে দাঁড়িয়ে জল ছোঁয়া ও বালি নিয়ে খেলা মাত্র। যাকে অতিক্রম করা কিছুতেই সম্ভব নয়।’
মহাসমুদ্রের এই বিশালতায় সংগীতকে অবগাহন করার জন্য আজীবন যারা কঠিন সাধনা ও ব্রত পালন করে চলেছেন তাদেরই একজন ওস্তাদ মিহির লালা। যিনি দুই বাংলার একজন প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী এবং অসংখ্য শিল্পীর শ্রদ্ধেয় গুরু। সংগীত সাধনায় পার করছেন অর্ধশত বছরের বেশি সময়।
১৯৪১ সালে জন্ম নেওয়া এই সংগীত সাধকের বেড়ে ওঠা চট্টগ্রামে। শৈশব থেকেই গানের প্রতি তার অগাধ ভালোবাসা। সংগীতে হাতেখড়ি ওস্তাদ আবু বক্কর সিদ্দিকীর কাছে। এরপর তালিম নিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীত গুরুদের কাছে। এবং সবশেষে পণ্ডিত বারীন মজুমদারের সান্নিধ্যে এসে হয়ে উঠলেন শাস্ত্রীয় সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র।
‘অল ইন্ডিয়া মিউজিক কলেজ’ থেকে ‘প্রফেসর অব ক্লাসিক্যাল মিউজিক’ ডিগ্রি লাভ করা এই শিল্পী দীর্ঘ সময় ধরে একজন সফল অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন উপমহাদেশের ঐতিহ্যবাহী শতবর্ষীয় সংগীত শিক্ষাকেন্দ্র ‘আর্য্য সংগীত সমিতি’ ও ‘সুরেন্দ্র সংগীত বিদ্যাপীঠ’র। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক হিসেবেও যুক্ত ছিলেন তিনি। পেয়েছেন জাতীয় শিল্পকলা একাডেমি পদক।
আজকের সারাবাংলা কথোপকথনে শাস্ত্রীয় সংগীতের এই গুরুর পথচলার গল্প …
https://youtu.be/dUg0dZOx44w
আরও দেখুন—
- এখনো ‘আন্দুভাই’ ডাক শুনি…
- দোয়েলের ‘চন্দ্রাবতী’ হয়ে ওঠা…
- প্রেমার নৃত্যশিল্পী হয়ে ওঠার গল্প…
- ‘মায়ের জন্যই হয়েছিলাম কণ্ঠযোদ্ধা’
- আলিফ: নৃত্যাঙ্গনের এক তরুণ তুর্কি
- বাউল আত্মার সন্ধানে এলিজা পুতুল
- দিনশেষে আমরা সবাই যাযাবর: সুমি
- আমরাই শ্রোতাদের কান তৈরি করি: সিঁথি
- একজন নীল হুরেজাহানের উত্থানের গল্প…
- সুষমা সরকার: একজন পরিশীলিত অভিনেত্রী
- সাধারণ শ্রোতারাই আমার আপনজন: সন্দীপন
- নারী মানেই ত্যাগ, এটাই সত্য: ফারজানা চুমকি
- ‘জেদই আমাকে যুদ্ধে যাওয়ার প্রেরণা যুগিয়েছে’
- একজন উর্মি নুসরাত ও তার এগিয়ে যাওয়ার গল্প
- মন সায় না দিলে সে কাজ একদমই করি না: ছন্দা
- স্বাধীন বাংলার প্রথম গান তৈরি হয়েছিল ১৫ মিনিটে
- শফি মন্ডল: আদ্যোপান্ত এক বাউলের পথচলার গল্প…
- আমি কোনো জাতীয় পুরস্কার পাইনি: রফিকুল আলম
- দিনের পর দিন সেবা করেছেন যুদ্ধাহত মুক্তিসেনাদের…
- জান্নাত আরা হেনরী: এক মানবতাবাদী শিল্পীর পথচলা…
- আমাদের শোবিজে এখনো গল্পের বড় ঘাটতি: টনি ডায়েস
- স্বপ্নীল সজীব: সুমধুর কণ্ঠ আর গায়কির তরুণ এক শিল্পী…
- দেশের ১ম আন্তর্জাতিক নারী ধারাভাষ্যকারের এগিয়ে যাওয়ার গল্প
সারাবাংলা/এএসজি
আর্য্য সংগীত সমিতি ওস্তাদ মিহির লালা কথোপকথন শাস্ত্রীয় সংগীত গুরু শাস্ত্রীয় সংগীতশিল্পী শিল্পকলা একাডেমি পদক সারাবাংলা কথোপকথন সুরেন্দ্র সংগীত বিদ্যাপীঠ