Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গার্লফ্রেন্ড আমার না’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩ মার্চ ২০২২ ১৫:২০

রাহাতদের বান্ধবী সুজানা লিজু নামের এক ছেলের সাথে পালিয়েছে। কিন্তু পালানোর সময় চিরকুটে রাহাতের নাম লিখে গিয়েছে। যদিও সুজানার বাবা সুজানাকে ধরে এনেছে । সুজানা পালাতে পারেনি ।

সুজানার বাবা সুজানাকে বাসায় রেখে রাহাতদের বাসায় এসে রাহাতের মায়ের সাথে কথা বলে রাহাত ও সুজানার বিয়ে পাকা করে ফেলে। রাহাত ও সুজানা দুজনেই মহা বিপদে পড়ে যায়। সুজানা লিজুকে ছাড়া কাউকে বিয়ে করবে না এদিকে রাহাত ও জীবন থাকতে সুজানাকে কোন অবস্থায় বিয়ে করবে না। পরের গার্লফ্রেন্ড কে কেন সে বিয়ে করবে?

রাহাত তার মা ও সুজানার বাবাকে এ কথা বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। বিয়ের দিন ঘনিয়ে আসে। কথা হয় বিয়ের দিনই সুজানা আবার লিজুর সাথে পালাবে। রাহাত তাতে খুশী হয়ে যায়। কিন্তু বিয়ের দিনই ঘটে এক নির্মম ঘটনা …

এমনই এক গল্পে নির্মিত হলো এক খণ্ডের বিশেষ নাটক ‘গার্লফ্রেন্ড আমার না’। পাপ্পুরাজ-এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ সজীব। অভিনয়ে- যাহের আলভী, মাহিমা, মাসুম বাশার, শাহাজাদা ওমর প্রমুখ।

‘গার্লফ্রেন্ড আমার না’ প্রচারিত হবে শুক্রবার (৪ মার্চ) রাত ৮টায় আরটিভিতে।

সারাবাংলা/এএসজি

আরটিভি গার্লফ্রেন্ড আমার না

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর