Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিনয়শিল্পীদের ফ্রি চিকিৎসা দিবেন ডা. এজাজ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২২ ১৭:০৫ | আপডেট: ১ মার্চ ২০২২ ১৭:০৮

‘গরীবের ডাক্তার’ হিসেবে পরিচিত অভিনেতা ডা. এজাজ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান। একজন মানবিক ডাক্তার হিসেবে তার সুখ্যাতি রয়েছে। জনপ্রিয় এ অভিনেতা এবার অভিনয়শিল্পী সংঘের সদস্যদের ফ্রি চিকিৎসা দেবেন।

এখন থেকে প্রতি মাসের ১ তারিখ ডা. এজাজ এ সেবা দিবেন। সে অনুযায়ী মঙ্গলবার (১ মার্চ) তাকে পাওয়া গেল অভিনয়শিল্পী সংঘের অফিসে। সংগঠনটির আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী করের তত্ত্বাবধানে এ চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সংগঠনের সভাপতি আহসান হাবীব নাসিম ‘আজ থেকে প্রতিমাসের ১ তারিখ ডা. এজাজ ভাই আমাদের সবাইকে ফ্রি চিকিৎসা সেবা দেবেন। আমরা নিয়মিত চেকআপের পাশাপাশি পরামর্শ ও অস্ত্রোপচার বা সার্জারি সম্পর্কিত সেবা পাবো তার কাছ থেকে। আগামীতে এজাজ ভাইয়ের সঙ্গে যুক্ত হবেন আরও কয়েকজন ডাক্তার। ডা. এজাজ ভাই অসম্ভব ভালো মানুষ। চিকিৎসাসেবার বিষয়টি তিনি দেখবেন বলে কথা দিয়েছেন।’

সারাবাংলা/এজেডএস

অভিনয়শিল্পী সংঘ ডা. এজাজ ফ্রি চিকিৎসা