Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলাল খানের নতুন গানচিত্র পাগল বানাইয়া

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৩৭

নতুন গানচিত্র নিয়ে হাজির হচ্ছেন সুরকার, সংগীত পরিচালক ও কন্ঠশিল্পী বেলাল খান। ভিডিওটিতে মডেল হয়েছেন জাহিদ হোসাইন ও টুইঙ্ক ক্যারল। এবারের গানের শিরোনাম পাগল বানাইয়া।

‘তারে ছাড়া দুনিয়া আঁধার/ হলোনা সে তবু আমার- বুঝিনি ঠিক অথবা ভুল/ দিয়েছি চাঁদের খোঁপায় ফুল- পাগল বানাইয়া বন্ধু আমারে/ কেন ভালোবাসা দিলা অন্য জনারে..’। গানের এমন দারুন কথাগুলো লিখেছেন সোমেশ্বর অলি। সুর করেছেন বেলাল খান নিজেই। আর গানটিতে সংগীতায়োজন করেছেন শোভন রয়।

বিজ্ঞাপন

গাজীপুরের ছুটি রিসোর্ট ও তার আশেপাশের মনোরম লোকেশনে চিত্রায়িত গানের ভিডিওটি পরিচালনা করেছেন আব্দুল্লাহ হৃদয়। নতুন গান প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘বরাবরের মতো শ্রোতারা আমাকে যেমন পান, তেমনি একটা মেলোডি গান আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

গানের মডেল জাহিদ হোসাইন বলেন, ‘আমাদের মধ্যে অনেকেই বেলাল খানের বড় ভক্ত আমি নিজেও। এই গানটি করার ক্ষেত্রে আমার অন্যরকম ভালো লাগা কাজ করেছে। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।’

গানটি ২৬ ফেব্রুয়ারি বেলাল খানের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাচ্ছে।

সারাবাংলা/এজেডএস

পাগলা বানাইয়া বেলাল খান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর