ভাষা শহিদদের প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির শ্রদ্ধা
২১ ফেব্রুয়ারি ২০২২ ১৭:০১ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১৭:১০
একুশে ফেব্রুয়ারি— বলা যায় এই দিনেই বাঙালি জাতি সব ধরনের পরাধীনতার শৃঙ্খল ভেঙে প্রথমবারের মতো নিজের আত্মপরিচয়কে প্রতিষ্ঠা করতে শুরু করেছিল রাজপথের আন্দোলন, যা ছিল স্বাধিকারের লড়াইয়ের সূচনা। পরবর্তী সময়ে এই আন্দোলনই এই জাতিকে শোষণের নাগপাশ ছিন্ন করে নিজের দেশ, স্বাধীন বাংলাদেশ গঠন করতে প্রেরণা জুগিয়েছে। আর একুশের সেই মাতৃভাষাকে রক্ষার চেতনাই এ দেশের মানুষকে পৃথিবীর বুকে বাঙালি হিসেবে দিয়েছে বিশেষ মর্যাদা। আজ শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীজুড়েই দিনটি পালিত হচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটি।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে শিল্পী সমিতির কমিটির একাংশ। এসময় উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, অমিত হাসান, নিপুণ, কেয়া, ইমন, জেসমিন আক্তার, নাদের খান, আজাদ খান, নানা শাহ্সহ সংগঠনের অনেকেই।
শ্রদ্ধা নিবেদনের পরে ভাষা শহিদদের স্মরণ ও আত্মার মাগফেরাত কামনা করে নিরবতা পালন করা হয়। শিল্পী সমিতির প্রত্যেকেই খালি পায়ে দাঁড়িয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। একইসঙ্গে আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করেন। চলচ্চিত্র শিল্পী সমিতি ছাড়াও এদিন চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্যান্য সংগঠন বিএফডিসির শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে।
সারাবাংলা/এএসজি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ভাষা শহীদদের প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির শ্রদ্ধা