নিজেরাই শপথবাক্য লিখে বিয়ে করলেন ফারহান-শিবানী
১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৭:০৩ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৭:২৬
একদম অভিনব কায়দায় বিয়ে সারলেন বলিউড অভিনেতা-পরিচালক-প্রযোজক ফারহান আখতার ও শিবানী দান্ডেকর। ঘরোয়া আয়োজনে কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে নতুন জীবনের পথে পা বাড়ালেন দুজনে। আর বিয়ের এই শপথগুলি লিখেছেন নিজেরাই।
বিয়েতে অভিনব স্টাইলে সাজলেন শিবানি। মাথায় লাল ওড়না, সঙ্গে লাল রঙা মারমেড গাউন। কালো রঙা টাক্সিডোতে ধরা দিলেন ফারহান। বিয়েতে সপরিবারে হাজির ছিলেন হৃতিক রোশন। এছাড়াও শিবানীর বেস্ট ফ্রেন্ড রিয়া চক্রবর্তীও থাকলেন এই বিয়ের মধ্যমণি হয়ে। মূল অনুষ্ঠানের জন্য সাদা রঙা লেহেঙ্গা চোলিতে ধরা দিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের গার্লফ্রেন্ড।
২০১৮ সাল থেকে পরস্পরকে ডেট করছেন ফারহান-শিবানী। শিবানীর প্রথমবার হলেও এর আগেও বিয়ে করেছেন ফারহান আখতার। ২০০০ সালে তারকা হেয়ার স্টাইলিস্ট আধুনা ভবানীকে বিয়ে করেছিলেন তিনি। শাক্য এবং আকিরা নামে দুই মেয়ে আছে তাদের। ২০১৭ সালের দিকে ভবানী-ফারহানের বিচ্ছেদ ঘটে। এদিকে, টেলিভিশনের সঞ্চালক, ভিজে, মডেল হিসেবে নিজের কেরিয়ার তৈরি করেছেন শিবানী দান্ডেকর। ছোট চরিত্রে হলেও অভিনয়ের অভিজ্ঞতা আছে।
সারাবাংলা/এএসজি
নিজেরাই শপথবাক্য লিখে বিয়ে করলেন ফারহান-শিবানী ফারহান আখতার ফারহান-শিবানী