Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাষা ও দেশের গানের বিচারক রফিকুল আলম ও ফাহমিদা নবী

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২০

মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে স্কয়ার গ্রুপের কর্মীদের নিয়ে গানের রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’। আসছে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) থাকছে দেশাত্মকবোধক গানের পর্ব। এই পর্বে অতিথি বিচারক হিসেবে থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী, গুণী সংগীতশিল্পী ফাহমিদা নবী।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) প্রতিযোগীরা কণ্ঠে তুলে নেবেন ভাষার গান। অতিথি বিচারক হিসেবে থাকবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীতশিল্পী, শব্দসৈনিক মুক্তিযোদ্ধা রফিকুল আলম। প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে সুরকার, সংগীতশিল্পী এস আই টুটুল, সংগীতশিল্পী ও স্থপতি রুমানা ইসলাম এবং সংগীত পরিচালক, সংগীতশিল্পী পিন্টু ঘোষ থাকছেন অতিথি বিচারকদের সঙ্গে।

বিজ্ঞাপন

ফাহমিদা নবী এর আগে বেশ কয়েকটি রিয়েলিটি শো’তে মূল বিচারকের দায়িত্ব পালন করেছেন। ‘স্কয়ার সুরের সেরা’য় স্কয়ার পরিবারের সদস্যদের গান শুনে মুগ্ধ ফাহমিদা নবী বলেন, ‘আমি ভাবতেও পারিনি একটি গ্রুপ অফ কোম্পানীজে এত গুণী সংগীতশিল্পীদের প্রতিভা এতদিন সুপ্ত ছিল। শুধু গান নয়, গানের বাইরে অভিনয়, কবিতা এবং বহুমুখী গুণেও নিজেদের প্রতিভা দেখাচ্ছেন প্রতিযোগীরা’।

এবারের পর্বে গানের প্রতিযোগীতায় দেখা যাবে মিলন, জয়প্রকাশ, আরিফুল, রাহিমুল, মুমু, অসিত, হৃদয় ও আনোয়ার। এর মধ্যে আনোয়ার বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় দেখিয়ে বিচারক সহ সবাইকে অশ্রুসিক্ত করেছেন। আগামীকালের পর্বে গানের লড়াইয়ে অংশ নেবেন সুকান্ত, জুঁই, মাসুদরানা, শাখাওয়াত, আল সাদিদ, মুসা, মমতাজ ও কাবির। অতিথি বিচারক রফিকুল আলম তাদের গান শুনে বলেন, ‘আমি নিশ্চিত, যথাযথ প্রশিক্ষণ পেলে স্কয়ার পরিবারের সদস্যরা অনেক দূর যাবে’। ‘হারিয়ে যাও গানের টানে’-এই প্রত্যয় নিয়ে আয়োজিত ‘স্কয়ার সুরের সেরা’র পুরো আয়োজনের সঞ্চালকের দায়িত্ব পালন করছেন সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। তার উপস্থাপনা ভীষণভাবে দর্শক নন্দিত হচ্ছে। প্রতি শুক্র ও শনিবার, সন্ধ্যা সাড়ে ৭টায়, মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে অজয় পোদ্দার প্রযোজিত ‘স্কয়ার সুরের সেরা’।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

ফাহমিদা নবী রফিকুল আলম সুরের সেরা