সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনাবসান
১৫ ফেব্রুয়ারি ২০২২ ২০:৩৯ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫৬
বয়স আর শরীরের সঙ্গে আর পেরে উঠলেন না। বিদায় নিলেন বাংলা গানের সোনালি যুগের শেষ তারকা। কণ্ঠের মাধুর্য দিয়ে জনপ্রিয় করে তোলা অজস্র গানের সেই সন্ধ্যা মুখোপাধ্যায় চিরবিদায় জানালেন পৃথিবীকে। ক’দিন আগেই ভারত সরকারের কাছ থেকে পাওয়া ‘পদ্মশ্রী’ পদকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ‘গীতশ্রী’ হিসেবে খ্যাত এই কিংবদন্তি শিল্পী।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সন্ধ্যা। এর সঙ্গে সঙ্গে বাংলা গানের একটি অধ্যায়েরও সমাপ্তি ঘটল।
মধু মালতি, এ শুধু গানের দিন, চন্দন ও পালঙ্কে শুয়ে, হয়তো কিছুই নাহি পাব, আমি তার ছলনায় ভুলব না, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, আর ডেকো না, কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে— এমন অসংখ্য জনপ্রিয় সব গানের রূপকার সন্ধ্যা মুখোপাধ্যায়। ৯০ বছর বয়সে এসে পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।
হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়দের মতো বাংলা গানের কিংবদন্তীরা বিদায় নিয়েছেন একে একে। তাদের প্রজন্মের বলতে গেলে শেষ প্রতিনিধি হিসেবে বেঁচে ছিলেন সন্ধ্যা। ফুসফুসের সংক্রমণ আর বার্ধক্যজনিত জটিলতার কাছে শেষ পর্যন্ত হার মানলেন এই বাংলা গানের পাখি। ক’দিন আগেই লতা মঙ্গেশকরের মৃত্যুর পর আজ সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যু সংগীতপ্রেমীদের জন্য বড় ধরনের আঘাত হয়েই এসেছে।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে এরই মধ্যে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর গোটা টলিউডজুড়েই শোকের ছায়া। গানের এই কিংবদন্তীর প্রয়াণে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
গত ২৬ জানুয়ারি রাত থেকেই ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। বাড়ছিল জ্বর। পরদিন ২৭ জানুয়ারি রাতে পড়ে গিয়ে চোট পান। পাঠানো হয় হাসপাতালে। এর সঙ্গে ফুসফুসের সংক্রমণ যুক্ত হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, চিকিৎসার পর শিল্পীর শারীরিক অবস্থা স্থিতিশীল হচ্ছিল। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা নাগাদ হঠাৎ তার শারীরিক জটিলতা বাড়তে থাকে। এরপর চিকিৎসকদের আর কোনো প্রচেষ্টা কাজে আসেনি। সুরের এই দেবী পাড়ি জমালেন সুরলোকে।
আরও পড়ুন-
গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে সন্ধ্যা মুখোপাধ্যায়
‘অপমানিত’ সন্ধ্যা মুখোপাধ্যায় ফিরিয়ে দিলেন পদ্মশ্রীর প্রস্তাব
সারাবাংলা/টিআর