Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমিই সাধারণ সম্পাদক: নিপুণ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২২ ২০:০৪

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে এখনও বহাল আছেন বলে দাবি করেছেন নিপুণ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেছেন।

নিপুণ বলেন, আমাকে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় আপিল বোর্ড নির্বাচিত করেছে। আমি শপথ নিয়ে সাধারণ সম্পাদক হিসেবে চেয়ারে বসেছি। আমার এ সাধারণ সম্পাদক পদে বসাকে স্থগিত করেছেন হাইকোর্ট। আমি চেম্বার জজের কাছে আপিল করি। চেম্বার জজ হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন এবং স্ট্যাটাসকো (স্থিতাবস্থা) দিয়েছেন। যার ফলে আমিই সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যেহেতু আদালত স্থিতাবস্থা দিয়েছেন তাই আমরা যে অবস্থায় ছিলাম সে অবস্থায় থাকবো। অর্থাৎ আমি যেহেতু শপথ নিয়েছি আমিই সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবো।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বসা নিয়ে হাইকোর্টের আদেশ চেম্বার আদালতের ‘স্থগিতাদেশ’ ও ‘স্থিতাবস্থা’ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্তের বৈধতা প্রশ্নে হাইকোর্টে বিচারাধীন রুল নিষ্পত্তি পর্যন্ত তা অব্যাহত রাখতে বলা হয়েছে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিপুণ আক্তারের লিভটু আপিল নিষ্পত্তি করে এ আদেশ দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ। আদালতে নিপুণ আক্তারের পক্ষে শুনানি করেন আইনজহীবী রোকনউদ্দিন মাহমুদ।

সঙ্গে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। আর জায়েদ খানের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থীতা বাতিল ও নিপুন আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্ত গত ৭ ফেব্রুয়ারি স্থগিত করেন হাইকোর্ট। সেই সঙ্গে সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খানের দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করতেও নির্দেশ দেন আদালত।

বিজ্ঞাপন

সে আদেশ স্থগিত চেয়ে ৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন নিপুন আক্তার। পরদিন অর্থাৎ ৯ ফেব্রুয়ারি সে আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ গত ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করে ওই পদে ‘স্থিতাবস্থা’ দেন।

গত ২৮ জানুয়ারি ভোটগ্রহণের পরদিন ঘোষিত ফলে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চনকে এবং সাধারণ সম্পাদক পদে জায়েদকে বিজয়ী ঘোষণা করা হয়। ঘোষিত ফলে দেখা যায়, নিপুন আক্তারের চেয়ে ১৩ ভোট বেশি বিএফডিসির সাধারণ সম্পাদক পদে জয় পান জায়েদ খান।

সারাবাংলা/এজেডএস

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিপুণ সাধারণ সম্পাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর