ঢাকায় মুক্তি পাচ্ছে রকের ‘র্যামপেজ’
১২ এপ্রিল ২০১৮ ১৬:২৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ডোয়াইন জনসন, এই নামের চেয়ে ‘দ্য রক’ নামে সবাই তাকে বেশি চেনেন। রেসলিংয়ের রিং ছেড়ে ২০০১ সালে হাটা শুরু করেন হলিউডের পথে। ২০১৬ সালে হন হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা।
সেই ডোয়াইন জনসন বা ‘দ্য রক’ অভিনীত নতুন সিনেমা দেখতে পাবেন ঢাকার দর্শকরা। তার নতুন সিনেমার নাম ‘র্যামপেজ’। বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ১৩ এপ্রিল, শুক্রবার। আন্তর্জাতিক মুক্তির দিনেই ছবিটি মুক্তি দিচ্ছে রাজধানীর স্টার সিনেপ্লেক্স।
গরিলাকে নিয়ে তৈরি হয়েছে সিনেমার গল্প। দানবাকৃতির এই গরিলার ধ্বংসলীলা চালিয়ে যায়, ধ্বংস করতে থাকে একের পর এক শহর ও স্থাপনা। নানারকম চেষ্টা চালিয়েও তাকে থামানো যায় না। আর তখন এই গরিলাকে নিয়ন্ত্রণে আনতে কাজে নামেন ‘দ্য রক’।
ছবিটি পরিচালনা করেছেন ব্র্যাড পেটন। ছবিতে আরও অভিনয় করেছেন নাওমি হ্যারিস, মার্লে শেলটন, জেফ্রি ডিন মরগ্যান, জেইক লেসি।
সারাবাংলা/পিএ/টিএস