Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই তারকার ইনস্টাগ্রাম অনুসারী ৩০ কোটি, চেনেন একে?

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৫৩

মার্কিন মুলুকে তুমুল জনপ্রিয় মডেল ও রিয়েলিটি টিভি তারকা কাইলি জেনারের বৈশ্বিক ভক্তও কম নয়। সম্প্রতি সেই প্রমাণ আবার মিললো তার সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে। ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে তার অনুসারী বা ফলোয়ারের সংখ্যা ৩০ কোটি (৩০০ মিলিয়ন) ছাড়িয়েছে। যা ইনস্টাগ্রামে থাকা নারী সেলিব্রেটির মধ্যে সবচেয়ে বেশি।

কাইলির আগে এই রের্কডটি ছিল পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডের। কাইলিও পিছিয়ে ছিলেন না। কিন্তু দ্বিতীয়বার মা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। গত বছরের বড়দিনে ফের ইনস্টগ্রামে সক্রিয় হন তিনি। এর কিছুদিনের মধ্যেই ইনস্টাগ্রামের এই স্বীকৃতি পেলেন। অবশ্য এর আগেও ইনস্টাগ্রামের আরেকটি পালক আছে কাইলির মুকুটে। ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পাওয়া ছবির রেকর্ডটি যে তার।

বিজ্ঞাপন

বর্তমানে ইনস্টাগ্রামের সর্বোচ্চ ফলোয়ার সংখ্যা রয়েছে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। তার অনুসারীর সংখ্যা ৩৮৮ মিলিয়ন। রোনালদোর পরেই ২৪ বছর বয়সী কাইলি কসমেটিকসের প্রতিষ্ঠাতা এই তারকার অবস্থান।

সারাবাংলা/এসবিডিই

এই তারকার ইনস্টাগ্রাম অনুসারী ৩০ কোটি- চেনেন একে? কাইলি জেনার

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর