Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পরিচালকের সঙ্গে রাতে থাকবে, তবেই ব্রেক পাবে’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২২ ২২:১৯

ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ক্যারিয়ারের শুরুতে যখন সংগ্রাম করছিলেন তিনি সে সময় কাস্টিং কাউচের খপ্পরে পড়েছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের কাছে অকপট দিব্যাঙ্কা বলেন, ‘ভেবেছিলাম এই অভিজ্ঞতা কখনো কারো সঙ্গে শেয়ার করবো না। কিন্তু কখনও কিছু কথা বলা উচিত। তখন আমার ক্যারিয়ারের অবস্থা ভালো না। রিয়েলিটি শো এর পর ছোটখাট কিছু ফ্যাশন শো, ছোট চরিত্রে কাজ করছি। একটা শো শেষ হওয়ার পর নতুন করে স্ট্রাগল শুরু হয়। একটা সময় ছিল যখন আমার হাতে কোনও টাকাপয়সা ছিল না। সংসার চালানোর খরচ লাগত, ইএমআই দেওয়ার ছিল। ভীষণ চাপে ছিলাম। তখনই একটি অফার আসে। আমাকে বলা হয়, এই পরিচালকের সঙ্গে তোমাকে থাকতে হবে, তা হলেই বড় ব্রেক পাবে। কিন্তু আমি কেন? এই প্রশ্ন করেছিলাম। উত্তরে আমারে বলা হয়েছিল আমি নাকি ভীষণ বুদ্ধিমতী, এটা-সেটা। এই কাজ করলে নাকি আমার লাইফ সেট হয়ে যাবে। আর এমনটা নাকে সবাইকেই করতে হয়।’ দিব্যাঙ্কা এই প্রস্তাব শুনে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে এক ঘনিষ্ঠ বন্ধুর পরামর্শে ওই ব্যাক্তিকে এড়িয়ে চলা শুরু করেন।

বিজ্ঞাপন

দিব্যাঙ্কা জানান, সময় লেগেছে আমার ক্যারিয়ার গড়তে। কিন্তু কোনো শর্টকার্টে হাঁটিনি। নিজের ওপর আস্থা ছিল। তাই ওরা ভয় দেখিয়েও কিছু করতে পারেনি। তবে ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী জানাননি কুপ্রস্তাবটি কে দিয়েছিলেন। এ সম্পর্কে তিনি বলেছেন, ওই ব্যক্তিকে তিনি নজরে রেখেছেন। সাবধান হওয়ার সুযোগ দিয়েছেন। তিনি যদি শুধরে যান তবে সেই নাম তিনি প্রকাশ করবেন না। নয়তো জানাবেন সবাইকে।

সারাবাংলা/এসবিডিই

‘পরিচালকের সঙ্গে রাতে থাকবে তবেই ব্রেক পাবে’ দিব্যাঙ্কা ত্রিপাঠী

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর