Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালোবাসা দিবসে অপূর্ব-কেয়ার ‘উড়ছি তোমার প্রেমে’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২২ ১৭:০২

ভ্যালেন্টাইন’স ডে মানেই বর্তমানে নাটকের একটি বড় উৎসব। প্রতিবারের মতো এবারও এ দিনটিকে উপলক্ষ্য করে বেশ আয়োজন চলছে। বৈচিত্রময় গল্প নিয়ে মাঠে নেমে পড়েছেন নির্মাতারা। চলছে শুটিং। অনেকে এরইমধ্যে শুটিং শেষও করেছেন।

ভ্যালেন্টাইন’স ডে’র নাটক হিসেবে এরইমধ্যে আলোচনায় রয়েছে ‘উড়ছি তোমার প্রেমে’। জাকারিয়া সৌখিনের রচনা এবং পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সময়ের সুপারস্টার অভিনেতা অপূর্ব। তার সঙ্গে এ নাটকে জুটি হয়েছেন মিষ্টি হাসির অভিনেত্রী কেয়া পায়েল।

বিজ্ঞাপন

বর্তমানে অনলাইনে নাটকটি নিয়ে দর্শকের আগ্রহ ব্যাপকভাবে লক্ষ করা যাচ্ছে। নাটক সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে নাটকটি নিয়ে চলছে আলোচনা। বিশেষ করে নাটকের প্রথম প্রমোশনাল ভিডিও ছাড়ার পর সবাই নাটকটি নিয়ে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছেন। আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘উড়ছি তোমার প্রেমে’র টাইটেল গান। ভ্যালেন্টাইন মানে গানেরও একটি বড় উৎসব। তাই ধারনা করা হচ্ছে এবার ‘উড়ছি তোমার প্রেমে’ নাটকটি গান এবং গল্প দিয়ে রাঙিয়ে দিবে উৎসব।

নাটকটির গল্প নিয়ে নির্মাতা এবং অভিনয়শিল্পীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আপাতত এ বিষয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন। তবে পরিচালক জাকারিয়া সৌখিন জানিয়েছেন, পুরোপুরি রোমান্টিক স্বাদের গল্প এটি। সাথে রয়েছে মুগ্ধতা এবং বিরহের আমেজ।

তিনি বলেন, ‘আমি খুবই টেনশনে আছি। কারণ নাটকটি নিয়ে দর্শকের যে পরিমাণ আগ্রহ তাতে আমার ভয়ে হাঁটু কাঁপছে। যতো বেশি আগ্রহ, ততো বেশি চাপ। এ চাপ আমি কিভাবে সামাল দিবো জানি না।’

নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আমার বেশ ভালো লাগছে। দর্শকের আগ্রহ থাকলে কাজটি করে শান্তি পাওয়া যায়। আমি আমার ভক্ত এবং দর্শকদের বলতে চাই- আমাকে আপনারা যেমন রোমান্টিক মুডে এবং ফিলে দেখতে চান, এই নাটকটিতে সেভাবেই পাবেন। আশা করি কেউ নিরাশ হবেন না।’

বিজ্ঞাপন

পায়েল বলেন, ‘আমি একেবারেই নবীন একজন অভিনেত্রী। আমার জায়গা থেকে এই নাটকটি অনেক বড় একটা সুযোগ নিজেকে প্রমাণ করার জন্য। অপূর্ব ভাই, সৌখিন ভাইয়ের সহযোগিতায় আমি চেষ্টা করেছি ঠিকঠাক মতো অভিনয় করতে। বাকীটা আল্লাহ ভরসা।’

‘উড়ছি তোমার প্রেমে’ নাটকটিতে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, শাহেদ আলী সুজন, বাশার বাপ্পি, তাহমিনা সুলতানা মৌ প্রমুখ।

জাকারিয়া সৌখিন নিশ্চিত করলেন, নাটকটি ভ্যালেন্টাইনে সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।

সারাবাংলা/এজেডএস/এএসজি

ভালোবাসা দিবসে অপূর্ব-কেয়ার ‘উড়ছি তোমার প্রেমে’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর