Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তথ্যসন্ত্রাস, আমি দেখে সহ্য করছি: জায়েদ খান

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২২ ২১:২৭ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ ২২:৩৫

সদ্য শেষ শেষ হওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিলেন জায়েদ খান ও নিপুন। সে নির্বাচনে জায়েদ জয় লাভ করেছেন। শুক্রবার (২৮ জানুয়ারি) নির্বাচনের দিন থেকে জায়েদের বিপক্ষে নানান অভিযোগ করে আসছেন নিপুন। রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে করে জায়েদ খানের কিছু স্ক্রিনশট দেখিয়েছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে পুলিশের একজন উধ্বর্তন কর্মকর্তার সঙ্গে নির্বাচনে প্রভাব বিস্তার নিয়ে কথা বলছেন। তবে এসবকে তথ্যসন্ত্রাস বলছেন জায়েদ খান। তার দাবি তিনি দেখে এসব সহ্য করেছেন।

বিজ্ঞাপন

বিএফডিসিতে রবিবার সন্ধ্যায় তিনি বলেন, আপনারা দেখেছেন নির্বাচনের শুরুতে আমার বিপক্ষে খুনের (নায়িকা শিমু) মিথ্যা অভিযোগ আনলো, এরপর পপিকে দিয়ে চেষ্টা করলো। এখন এগুলো(স্ক্রিনশট) শুরু করছে। আমি বিস্মিত, লজ্জিত ও হতাশ একজন শিল্পী হিসেবে। এত সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার পরও একে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। আজকে জায়েদ নির্বাচিত হয়েছে বলে এত কিছু। জায়েদ খান হেরে গেলে এতকিছু হতো না।

বিজ্ঞাপন

স্ক্রিনশট মিথ্যে ও বানোয়াট দাবি করে জায়েদ বলেন, আমার কাছে এ স্ক্রিনশট নির্বাচনের আগের দিনই এসেছিল। আমি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে জানিয়েছি। তারা তদন্ত করছে। আমি যে স্ক্রিনশটগুলো বানিয়েছে, তাকে আমি খুঁজছি। আমি তার নামে মামলা করবো। কারণ একটা জিনিস পরিস্কার আমি যখন কাউকে মেসেজ পাঠাবো এবং সে রিপ্লাই দিবে তখন তার ছবিও আসবে। কিন্তু তা নেই। এটা কীভাবে সম্ভব। সুপার এডিট, আমার তো কিছু করার নেই।

তিনি বলেন, সহশিল্পীদের বলবো এগুলো বন্ধ করুন। এগুলো তথ্যসন্ত্রাস, আমি দেখে সহ্য করচ্ছি।।

নিপুন তার সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। বলেছেন, প্রয়োজনে উচ্চ আদালতে যাবেন। এ প্রসঙ্গে জায়েদ বলেন, যতবার আমি প্রার্থী হবো ততবারই আমি জিতবো। শিল্পীরা আমাকে ভালোবাসে। তাদের জন্য আমি গত ৪ বছর কাজ করেছি। তাতে তো আমার প্যানেলের ২১ জনই পাশ করার কথা, কিন্তু করেছে ১১ জন। কই আমরা তো কোন অভিযোগ করছি না।

সারাবাংলা/এজেডএস

জায়েদ খান রবিবার স্ক্রিনশট

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর