পরিবর্তন চান মিম
২৮ জানুয়ারি ২০২২ ১৫:১৭ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১৬:৪০
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন চলছে মহাসমারোহে। দুপুরের পর ভোট দিতে আসেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিম জানান, এবারের নির্বাচনে তিনি পরিবর্তন চান। মিম বলেন, ‘বিয়ের পর এই প্রথম মিডিয়ার সামনে আসা।’ বরাবরের মতো নির্বাচনের দিন মাকে সাথে নিয়ে এফডিসিতে এসেছেন।
বিদ্যা সিনহা মিম বলেন, ‘সবাইকে একসঙ্গে পেয়ে খুব ভালো লাগছে। উৎসব উৎসব লাগছে। পরিবেশ বেশ সুন্দর। আশা করি ভালো ভোট হবে। যারা জিতবেন তাদের প্রতি প্রত্যাশা তারা যেন চলচ্চিত্রের জন্য কাজ করেন। চলচ্চিত্রের মানুষগুলোর জন্যে কাজ করেন।’
‘নির্বাচনে পরিবর্তন চান কি না?’ এমন প্রশ্নে মিম বলেন, ‘অবশ্যই চাই। যারা আসবে তারা যেন চলচ্চিত্রের জন্যেই কাজ করে।’ জায়গা দখলের জন্য কেউ যেন এফডিসিতে না থাকে এমন প্রত্যাশার কথাও জানান মিম।
এদিকে আজ শুক্রবার সকাল থেকে এফডিসিতে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সকাল ৯টায় শুরু হয়েছে এ ভোট। শিল্পী সমিতির স্টাডি রুমে এই ভোটগ্রহণ চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। ভোটগ্রহণ উপলক্ষ্যে এফডিসিতে একত্র হয়েছেন চলচ্চিত্র শিল্পীরা। বহুদিন পরে দেখা অনেকেরই। কুশল বিনিময় করছেন একে অন্যের সঙ্গে। মেতে উঠেছেন আড্ডায়। এর মধ্যেই সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতা, বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতাও চলছে।
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। ৪২৮ জন ভোটার ২১টি পদে তাদের প্রতিনিধি বাছাই করবেন। পদগুলোতে লড়াই করছেন ৪৫ জন। বিএফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির স্টাডি রুমে ভোট গ্রহণ হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ও নিপুন। দুটি সহ-সভাপতি পদে নির্বাচন করছেন মাসুম পারভেজ রুবেল, ডিএ তায়েব, ডিপজল ও রিয়াজ।
চলচ্চিত্র শিল্পীদের পেশাগত স্বার্থ রক্ষার্থে গঠিত এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বা সংগঠন। ১৯৮৪ সালে গঠিত হয় সংগঠনটি। তবে শিল্পীদের এই সংগঠনের ইতিহাস আরো সুপ্রাচীন। ভারত উপমহাদেশে এর যাত্রা শুরু হয় ১৯৩২ সালে প্রতিষ্ঠিত ভারত চলচ্চিত্র সমিতির মাধ্যমে। ১৯৩৮ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় চিত্র ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সমিতি। এরপর ১৯৩৯ সালে কলকাতায় নিখিল বঙ্গ চলচ্চিত্র সংঘ নামে আরএকটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। দেশ বিভাগের পর পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় ১৯৫২ সালে পূর্ববঙ্গ চলচ্চিত্র সমিতি নামে আরেকটি সংগঠন গঠিত হয়।
সারাবাংলা/এজেডএস/এসবিডিই
এফডিসি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন টপ নিউজ বিদ্যা সিনহা মিম মিম