Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এত নিরাপত্তা কেন, এখানে তো সন্ত্রাসী কার্যক্রম হয় না: কাঞ্চন

আহমেদ জামান শিমুল
২৮ জানুয়ারি ২০২২ ১৪:৩১ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১৬:১৮

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এফডিসিতে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। এত কড়া নিরাপত্তা প্রয়োজন ছিল না বলে মনে করেন এবারের নির্বাচনের সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন। সারাবাংলার সঙ্গে আলাপচারিতায় ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এফডিসিতে যখন ঢুকলাম, মনে হচ্ছে যুদ্ধ হবে! এত নিরাপত্তা তো এখানে আসলে দরকার নাই। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না, নিরাপত্তা একটু কম হলে ভালো হতো।’

বিজ্ঞাপন

ইলিয়াস কাঞ্চন আরোও বলেন, ‘আশা করছি ভোটাররা সঠিক প্রার্থীকেই ভোট দেবেন। ভবিষ্যত তো বলা যায় না। তবে এখনো পর্যন্ত ভালোই দেখছি সার্বিক অবস্থা। আর ভোটাররা আসলে আরও ভালোভাবে বোঝা যাবে।’

এদিকে আজ শুক্রবার সকাল থেকে এফডিসিতে মহাসমারোহে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সকাল ৯টায় শুরু হয়েছে এ ভোট। শিল্পী সমিতির স্টাডি রুমে এই ভোটগ্রহণ চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। ভোটগ্রহণ উপলক্ষ্যে এফডিসিতে একত্র হয়েছেন চলচ্চিত্র শিল্পীরা। বহুদিন পরে দেখা অনেকেরই। কুশল বিনিময় করছেন একে অন্যের সঙ্গে। মেতে উঠেছেন আড্ডায়। এর মধ্যেই সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতা, বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতাও চলছে।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। ৪২৮ জন ভোটার ২১টি পদে তাদের প্রতিনিধি বাছাই করবেন। পদগুলোতে লড়াই করছেন ৪৫ জন। বিএফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির স্টাডি রুমে ভোট গ্রহণ হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ও নিপুন। দুটি সহ-সভাপতি পদে নির্বাচন করছেন মাসুম পারভেজ রুবেল, ডিএ তায়েব, ডিপজল ও রিয়াজ।

চলচ্চিত্র শিল্পীদের পেশাগত স্বার্থ রক্ষার্থে গঠিত এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বা সংগঠন। ১৯৮৪ সালে গঠিত হয় সংগঠনটি। তবে শিল্পীদের এই সংগঠনের ইতিহাস আরো সুপ্রাচীন। ভারত উপমহাদেশে এর যাত্রা শুরু হয় ১৯৩২ সালে প্রতিষ্ঠিত ভারত চলচ্চিত্র সমিতির মাধ্যমে। ১৯৩৮ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় চিত্র ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সমিতি। এরপর ১৯৩৯ সালে কলকাতায় নিখিল বঙ্গ চলচ্চিত্র সংঘ নামে আরএকটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। দেশ বিভাগের পর পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় ১৯৫২ সালে পূর্ববঙ্গ চলচ্চিত্র সমিতি নামে আরেকটি সংগঠন গঠিত হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস/এসবিডিই

ইলিয়াস কাঞ্চন টপ নিউজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর