Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাচ্যনাট স্কুলের ২০ বছর, দিনব্যাপী মিলন মেলা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৭ জানুয়ারি ২০২২ ২০:৩৭

২০২২-এ বিশ বছর পুর্ণ করতে চলেছে দেশের নাট্যশিক্ষার সৃজনশীল প্রতিষ্ঠান ‘প্রাচ্যনাট স্কুল’। আর এ উপলক্ষে শুক্রবার (২৮ জানুয়ারি) ‘২০ এ বিষক্ষয়’ শিরোনামে সারাদিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। যাতে রয়েছে- উদ্বোধনী বক্তব্য, থিম সঙ্গীত ও নাচ পরিবেশনা, স্কুল কো-অর্ডিনেটরদের সম্মাননা প্রদান, ইমপ্রোভাইজেশন নির্মান, মিউজিক্যাল পারফরমেন্স, শিক্ষকদের সম্মাননা, ইমপ্রোভাইজেশন প্রদর্শনী, গানের জলসা, সমাপনী আড্ডা এবং জাতীয় সংগীতের সাথে মোমবাতি প্রজ্জ্বলন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, প্রাচ্যনাট স্কুল অফ অ্যাক্টিং এন্ড ডিজাইন বাংলাদেশে থিয়েটার শিক্ষার অন্যতম একটি প্রতিষ্ঠান। অভিনয় শিক্ষার বিষয়টিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই স্কুলটির ভূমিকা অগ্রগণ্য। ২০০১ সালের জুলাই মাসে স্কুলটি প্রতিষ্ঠা করে তৎকালীন তরুন থিয়েটার দল প্রাচ্যনাট। অ্যাক্টিং এবং ডিজাইন-এর উপর ছয় মাস মেয়াদী একটি কোর্স চালু করে তারা। এই কোর্সটি শুরুর বিশেষত্বই ছিল থিয়েটারের ব্যবহারিক এবং তাত্ত্বিক বিষয় গুলোতে জোর দেয়া। ইতিমধ্যে চল্লিশটি ব্যাচ কোর্সটি সম্পন্ন করেছে। বর্তমানে একচল্লিশতম ব্যাচ তাদের কোর্স সম্পন্ন করার দ্বারপ্রান্তে রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

প্রাচ্যনাট স্কুল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর