Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে সন্ধ্যা মুখোপাধ্যায়

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৭ জানুয়ারি ২০২২ ১৫:২৬

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে বাংলা গানের প্রবাদপ্রতিম সংগীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। বুধবার (২৬ জানুয়ারি) রাতে পরিস্থিতির অবনতি হয়েছে বর্ষীয়ান সংগীত শিল্পীর। রয়েছে জ্বর, শ্বাসকষ্ট। করোনা পরীক্ষা করা হয় ৯০ বছর বয়সী গায়িকার, তবে এখনও রিপোর্ট হাতে আসেনি।

ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন গায়িকার পরিবারকে, এবং কোনওরকম সময় নষ্ট না করে সন্ধ্যা মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তির কথা জানান। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই এদিন শিল্পীর লেক গার্ডেন্সের বাড়ি থেকে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় গায়িকাকে। এসএসকেএমে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখছেন বলেও জানা গেছে।

বিজ্ঞাপন

সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিবার সূত্রে জানা গেছে, শিল্পীর দুটি ফুসফুসে সংক্রমণ রয়েছে। এদিকে, বুধবার রাত থেকেই ঠিকমতো খাওয়া-দাওয়া করেননি শিল্পী। বাড়ছিল জ্বর। তার উপর বুধবার বাড়িতে পড়ে যান বর্ষীয়ান গায়িকা। পরিস্থিতি বেগতিক দেখেই বাড়িতে রেখে নয়, বরং হাসপাতালে ভর্তি করে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়।

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়

প্রসঙ্গত, মঙ্গলবার (২৫ জানুয়ারি) ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ ফিরিয়ে দিয়েছিলেন বাংলা গানের এই প্রবাদপ্রতিম সংগীতশিল্পী। জানা গেছে, ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে তাকে এই সম্মাননার জন্য মনোনীত করা হয়েছিল, কিন্তু অত্যন্ত অপমানিত এবং অসম্মানিত বোধ করে তিনি ফিরিয়ে দিয়েছেন ‘পদ্মশ্রী’।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৫ জানুয়ারি) শেষ বিকেলে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের পক্ষ থেকে সন্ধ্যা মুখোপ্যাধ্যায়কে ফোনে যোগাযোগ করা হয়। তাকে হিন্দিতে বলা হয় আমরা আগামীকাল আপনাকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করতে চাই। আপনি কি নেবেন? তাহলে অন্যান্য পুরস্কার প্রাপকদের সঙ্গে আগামীকাল সকালের মধ্যে আপনার নামও ঘোষণা করা হবে?

কিন্তু, এমন একটি ফোন পেয়ে সন্ধ্যা মুখোপাধ্যায় প্রথমে কিছুটা থমকে যান। এই ভঙ্গিতে যে পদ্ম খেতাব দেওয়া হতে পারে তিনি ভাবতেই পারেননি। তারপর তার মনে হয় এতবছর ধরে সংগীতের জন্য এতো কন্ট্রিবিউশনের পর ‘পদ্মশ্রী’? তার সমসাময়িকেরা যেখানে যোগ্য কারণেই কেউ ভারতরত্ন, কেউ পদ্মবিভূষণ বা পদ্মভূষণ, সেখানে তিনি কিনা ‘পদ্মশ্রী’?- যে সম্মানে মুম্বাই সঙ্গীত জগতের অনেকেই ভূষিত। তার আরও খারাপ লাগে শেষমুহূর্তে এমন প্রস্তাবনার ধরনে। বিশেষ করে সিনিয়রিটি এবং কন্ট্রিবিউশনের কোনও তোয়াক্কা না করে যে ভঙ্গিতে তাকে প্রস্তাব দেওয়া হয়। তিনি সাথেসাথেই জানিয়ে দেন এই প্রস্তাব প্রত্যাখ্যান করছেন। কেন্দ্রীয় সরকারের সে প্রতিনিধিকে বলেন , ‘মেরা দিল নাহি চাহতা হায়। আর একটা কথা জেনে রাখুন- আমার শ্রোতারাই আমার পুরস্কার’।

সারাবাংলা/এএসজি

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর