Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেখা মিলল পপির, অভিযোগ জায়েদ খানের বিরুদ্ধে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৬ জানুয়ারি ২০২২ ১৭:৫৩

অনেক দিন ধরেই দেখা মিলছে না ঢালিউডের জনপ্রিয় নায়িকা পপির। সেইসাথে বিয়ের গুঞ্জনও শোনা যায়। এরমধ্যেই চলচ্চিত্রের বিভিন্ন সূত্রে খবর ছড়িয়ে পড়ে, এ মাসেই তিনি কন্যা সন্তানের মা হয়েছেন। তবে পপির পারিবারিক ঘনিষ্ঠ একটি সূত্র সারাবাংলাকে নিশ্চিত করেছে, পপি পুত্র সন্তানের মা হয়েছেন। আর সেই সন্তান জন্ম নিয়েছে নভেম্বর মাসে, ঢাকাতেই।

এদিকে, আগামী ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে নির্বাচন করার কথা ছিল পপির। কিন্তু শেষ পর্যন্ত এই প্যানেলে তার নাম আসেনি। পপির নির্বাচন না করার ব্যাপারে এফডিসিকেন্দ্রিক তারকারা বলছেন, তিনি সম্প্রতি মা হয়েছেন। এখন স্বামী-সন্তান নিয়ে ভালোই আছে। তাই তাকে আপাতত এফডিসিকেন্দ্রিক এই কার্যক্রমে যুক্ত করতে চান না তারা। তবে, নির্বাচনের ঠিক দুই দিন আগে নানা অভিযোগ নিয়ে এক ভিডিও বার্তা দিলেন পপি।

বিজ্ঞাপন

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে হঠাৎ করেই ফেসবুক ও ইউটিউবে দেওয়া এক ভিডিও বার্তায় পপি জানালেন, ‘আমার মতো শিল্পী যে তিন ৩ বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, সেই আমাকেও সদস্য পদ বাতিলের চিঠি দেওয়া হয়েছে। এতদিন ধরে কাজ করার পর এটা একজন শিল্পীর জন্য কতটুকু অপমানের আমি বুঝতে পারি। আমার মতো শিল্পীরা যারা ভিকটিম হয়েছেন, ১৮৪ জন শিল্পী যারা আছেন আমি তাদের কষ্টটাও বুঝতে পারি। তারাও আমার কষ্টটা বুঝতে পারেন। এই নোংরামির জন্য, আমার মানসম্মানের ভয় ছিল, আমার জানের ভয় ছিল। সব কিছু মিলে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি।’

নায়িকা পপি

নায়িকা পপি

ভিডিওর প্রথমেই বলেন, ‘শিল্পীবৃন্দ ও আমার যাঁরা সহকর্মী আছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং সালাম। আশা করি যে যেখানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আর এই করোনার মধ্যে সুস্থ থাকাটা জরুরি। সর্বপ্রথম আমাদের শ্রদ্ধেয় বড় ভাই একুশে পদকসহ একাধিক পদকপ্রাপ্ত ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের একক পৃষ্ঠপোষক, জনগণের কাছে পরীক্ষিত সৈনিক ইলিয়াস কাঞ্চন, যিনি একজন সফল অভিনেতা-প্রযোজক ও পরিচালক। সঙ্গে আছেন আমার বোন নিপুণ, যার মনটা অনেক বড়। আরো আছেন আমার বন্ধু, আমার কলিগ, আমার হিরো রিয়াজ।’

বিজ্ঞাপন

কাঞ্চন-নিপুণ প্যানেলের প্রতি শুভ কামনা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘ভেবেছিলাম আর কখনোই ক্যামেরার সামনে আসব না। একজন শিল্পী হিসেবে দায়বদ্ধতা থেকে কিছু কথা না বললেই নয়। দীর্ঘ ২৬ বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করার চেষ্টা করেছি। দেশে-বিদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করার জন্য অনেক কাজ করেছি। তিন তিনবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। আজকে অনেক কষ্ট নিয়ে কথা বলতে এসেছি। আপনাদের অনেকের প্রশ্ন, আমি কোথায়? আমি আছি, আছি আপনাদের মাঝে। হয়তো ভাগ্যে থাকলে ফিরব আবারও কাজে।’

নিজেকে ভিকটিম দাবি করে জায়েদ খানকে উদ্দেশ্য করে পপি বলেন, ‘বর্তমান সমিতির একটিমাত্র ব্যক্তির কারণে, তার পলিটিকস, তার নোংরামি এবং অনেক রকমের অপকর্মে অসহযোগিতা করার কারণে আমাকে বারবার অপমানিত হতে হয়েছে। শুধু আমি না, রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, আমাদের সকলকে ব্যবহার করা হয়েছে। আমাদের কাঁধে বন্দুক রেখে সে এই চেয়ারটিতে বসেছে এবং বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টা করেছে, যেখানে আমি বা আমরা সায় দিইনি। যার কারণে আজকে আমি ভিকটিম। আমাকে বারবার অপমানিত হতে হয়েছে।’

ক্যামেরার সামনে ফেরার আশাবাদ জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার সদস্য পদ বাতিলের চিঠিটি এখনো আছে। আমি নিজেকে সরিয়ে নিয়েছি আপনাদের কাছ থেকে এই নোংরা পরিবেশ থেকে। যদি পরিবেশ কখনো ভালো হয় তবে ফিরব। এই নোংরা মানুষগুলো যদি সরে যায় তখনই ইন্ডাস্ট্রিতে কাজ করব।’

জায়েদ খানকে ইঙ্গিত করে ভোটারদের উদ্দেশে পপি আরো বলেন, ‘যে ভুলটা আমরা করেছি, এবারের ইলেকশনে আপনারা সেই ভুলটা করবেন না। সঠিক মানুষ পছন্দ করে ভোটটা দেবেন, যেন আমাদের চলচ্চিত্র বাঁচে।’

উল্লেখ্য, গত বছরের শুরুর দিকে ‘ধোঁয়া’ নামের একটি চলচ্চিত্রে কাজ করার কথা ছিল পপির। মার্চে শুটিং শুরুর হওয়ার পূর্ব থেকেই উধাও হয়ে যান। ঠিক এক বছর পর আজ এই ভিডিওতে দেখা গেল অভিনেত্রীকে।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী এ পর্যন্ত ‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’ ও ‘গঙ্গাযাত্রা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।

সারাবাংলা/এএসজি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন জায়েদ খান নায়িকা পপি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর