করোনা আক্রান্ত, তাই অনলাইনে পরিচালনা করলেন অমিতাভ
২৪ জানুয়ারি ২০২২ ১৬:৩১
নন্দিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু এর মধ্যে তার একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং পরে গিয়েছিলো। এমন পরিস্থিতি যে শুটিং পেছানোও কঠিন। আগ্যতা সিদ্ধান্ত নিলেন তিনিই পরিচালনা করবেন। তবে বাসায় বসে অনলাইনে পুরো ইউনিটকে নির্দেশনা দিয়েছেন তিনি।
অমিতাভ রেজা চৌধুরী সারাবাংলাকে বলেন, গত শুক্রবার করোনা টেস্টের জন্য স্যাম্পল দিই। সেদিনই জানতে পারি আমি করোনা পজেটিভ। কিন্তু আমার বিজ্ঞাপনচিত্রটির সকল পরিকল্পনা আরও দুই মাস আগে থেকে ঠিক করে রাখা। বিদেশ থেকে চুল বিশেষজ্ঞ এসেছে। এ অবস্থায় শুটিং বন্ধ না করে অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত দিই। কারণ এর আগে অনেক অসুস্থতা কাবু করতে পারেনি। তাছাড়া আমার মনে হয়েছে, শুটিং অবশ্যই নির্ধারিত সময়ে হতে হবে।
তিনি জানান, অনলাইনে বাসা থেকে শুটিং করার ব্যাপারে পুরো টেকনিক্যাল সাপোর্ট দিয়েছেন তার কাছের এক ব্যক্তি। প্রযোজক মেহজাবীন চৌধুরী পুরো ব্যাপারটিতে নেতৃত্ব দিয়েছেন। তিনি পুরো শুটিংটি ঠিকঠাক শেষ করতে পারায় তার সকল সহকারীকেও ধন্যবাদ দেন।
জানা গেছে, বিজ্ঞাপনচিত্রটি একটি তেলের। যেটির মডেল হয়েছেন বিদ্যা সিনহা মিম।
অনলাইনে শুটিং অভিজ্ঞতা অমিতাভ রেজা চৌধুরীর জন্য প্রথম না। তিনি ২০২০ সালে করোনার শুরুর দিকে একটি ওটিটির জন্য স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করেছিলেন এভাবে।
সারাবাংলা/এজেডএস
অমিতাভ রেজা চৌধুরী বিজ্ঞাপন বিজ্ঞাপনচিত্র বিদ্যা সিনহা মিম শুটিং