Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেমস বন্ড চরিত্রে কৃষ্ণাঙ্গ অভিনেতা ইদ্রিস এলবা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২২ জানুয়ারি ২০২২ ১৫:৩৩

সারা দুনিয়ার আপামর দর্শকদের কাছে জেমস বন্ড মানে ড্যানিয়েল ক্রেগ। কিন্তু সেই ড্যানিয়েল ক্রেগকে আর দেখা যাবে না জেমস বন্ডের চরিত্রে। তাহলে কে হচ্ছেন নতুন জেমস বন্ড? ইতিমধ্যে একাধিক নাম শোনা গেলেও এবার শোনা যাচ্ছে, হলিউডের জেমস বন্ড হতে পারেন কৃষ্ণাঙ্গ অভিনেতা ইদ্রিস এলবা। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘নো টাইম টু ডাই’ সিনেমার অন্যতম প্রযোজক বারবারা ব্রকোলি নাকি ইদ্রিসের বন্ড হওয়ার সম্ভাবনায় সায় দিয়েছেন।

বিজ্ঞাপন
বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগকেই সেরা দাবি করে প্রযোজক বারবারা ব্রকোলির

বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগকেই সেরা দাবি করে প্রযোজক বারবারা ব্রকোলির

বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগকেই সেরা দাবি করে প্রযোজক বারবারা ব্রকোলি বললেন, কোনও চরিত্রে একজনের এতটা প্রভাব থাকাকালীন অন্য কারও কথা ভাবা বেশ কঠিন। আর এই কঠিন কাজটাই নাকি করা হয়েছে। জানা গেছে, ইদ্রিসের সঙ্গে প্রযোজকদের কথা অনেকটা এগিয়েছে। যদি সমস্ত কিছু ঠিকঠাক এগোয়, তাহলে বন্ড সিরিজের ইতিহাসে এই প্রথম জেমস বন্ড হিসেবে কোনও কৃষ্ণাঙ্গ অভিনেতাকে দেখা যাবে।

বিজ্ঞাপন
‘থর’ সিনেমার সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইদ্রিস

‘থর’ সিনেমার সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইদ্রিস

উল্লেখ্য, হলিউডে বেশ জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা। একাধিক সিনেমা ও সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছে। ‘থর’ সিনেমার সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইদ্রিস। কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘সুইসাইড স্কোয়াড’-এও দেখা গিয়েছিল তাকে। ৪৯ বছরের অভিনেতা বন্ডের চরিত্রে কতটা মানানসই হবেন, তা নিয়ে ইতিমধ্যেই অলোচনা শুরু হয়ে গিয়েছে। অবশ্য কিছুদিন আগে আবার মহিলা বন্ডের কথা শোনা গিয়েছিল।

এই কঠিন কাজটাই নাকি করা হয়েছে, ইদ্রিসের সঙ্গে প্রযোজকদের একপ্রস্থ কথা হয়েছে বলেও খবর। যদি সমস্ত কিছু ঠিকঠাক এগোয়, তাহলে বন্ড সিরিজের ইতিহাসে এই প্রথম জেমস বন্ড হিসেবে কোনও কৃষ্ণাঙ্গ অভিনেতাকে দেখা যাবে।

সারাবাংলা/এএসজি

ইদ্রিস এলবা জেমস বন্ড জেমস বন্ড চরিত্রে কৃষ্ণাঙ্গ অভিনেতা ইদ্রিস এলবা ড্যানিয়েল ক্রেগ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর