Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও কলকাতার ছবিতে মোশাররফ করিম

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২২ ১৬:৩২

গত বছর মুক্তি পেয়েছিলো মোশাররফ করিম অভিনীত কলকাতার ছবি ‘ডিকশনারি’। সে ছবির পর নতুন একটি কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবিটির নাম বেশ অদ্ভুত— গু কাকু: দ্য পটি আংকেল। এটি পরিচালনা করবেন মনীশ বসু।

সোশ্যাল স্যাটায়ার ছবিটিতে মোশাররফ ছাড়া আছেন পরাণ বন্দোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, মিশকা হালিম।

মোশাররফ করিমই কি গু-কাকু? এমন প্রশ্ন উঠলেও পরিচালক মুখে কুলুপ এঁটেছেন।

মণীশ জানাচ্ছেন, ছবির পটভূমিকা নব্বইয়ের দশকের একটি মফস্বল। একজন ব্রাত্য, প্রান্তিক মানুষ কীভাবে এই গোটা জনগোষ্ঠীর জীবনকে তীব্রভাবে প্রভাবিত করে ও শেষমেশ এই অঞ্চলের অধিবাসীদের জন্য হ্যামেলিনের বাঁশিওয়ালা হয়ে ওঠে, সে গল্পই নাকি উঠে আসতে চলেছে এই ছবির মাধ্যমে।

ছবির প্রযোজক জয় বি গঙ্গোপাধ্যায় এর আগেও ‘বং কানেকশন’, ‘ভূতের ভবিষ্যৎ’-এর মতো ভিন্ন ধাঁচের বাণিজ্যিক সফল ছবি উপহার দিয়েছেন।

পরিচালক মণীশের এটিই প্রথম ছবি। তবে প্রযোজক আস্থা রেখেছেন। জয় বলছেন, ‘ওর প্রথম পরিচালনা সমাজের বিভিন্ন স্তরের কথা তুলে ধরেছে। প্যান্ডেমিক দুনিয়াতেও যা একইভাবে প্রাসঙ্গিক।’

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। শুটিং শুরু হবে ফেব্রুয়ারিতে।

সারাবাংলা/এজেডএস

মোশাররফ করিম

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর