Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ বছরের দাম্পত্যে ইতি টানলেন ধানুশ-ঐশ্বরিয়া

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৮ জানুয়ারি ২০২২ ১৫:৩০

১৮ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানবার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণী সুপারস্টার ধানুশ তার স্ত্রী ঐশ্বরিয়া। সোমবার (১৭ জানুয়ারি) রাতে সকলকে চমকে দিয়ে বিচ্ছেদের এই ঘোষণা দিলেন তারা। উল্লেখ্য, দক্ষিণী ও বলিউড মহাতারকা রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়ার সাথে ২০০৪ সালে বিয়ে হয় ধানুশের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিচ্ছেদের ঘোষণা দিয়ে ধানুশ লিখেছেন, ‘বন্ধু হিসেবে, জুটি হিসেবে, বাবা-মা হিসেবে ১৮ বছরের এই পথ চলা। সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভালো। আমি আর ঐশ্বরিয়া আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যুগল হিসেবে এতদিন থেকেছি। এবার নিজেদের নিজেদেরকে বোঝার পালা।’

বিজ্ঞাপন
দক্ষিণী ও বলিউড মহাতারকা রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়ার সাথে ২০০৪ সালে বিয়ে হয় ধানুশের

দক্ষিণী ও বলিউড মহাতারকা রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়ার সাথে ২০০৪ সালে বিয়ে হয় ধানুশের

ধানুশ আরও লিখেছেন, ‘আগামী দিনগুলোতে বরং একে অপরকে বোঝার জন্য আর একটু সময় দেব। সকলের কাছে অনুরোধ অনুগ্রহ করে আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে দেবেন।’

একই বিবৃতি ঐশ্বরিয়াও তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন। সঙ্গে রজনীকান্ত কন্যা লেখেন, ‘এই পোস্টের জন্য আলাদা কোনও ক্যাপশনের দরকার নেই প্রয়োজন তোমাদের ভালোবাসা।’

দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম আদর্শ দম্পতি হিসাবেই পরিচিত ছিলেন ধানুশ-ঐশ্বরিয়া। তাদের দাম্পত্য জীবন বরাবরই বিতর্কহীন। কোনওদিন তাদের মধ্যে কোনও মনোমালিন্যের খবর সামনে আসেনি। ২০০৪ সালে বিয়ের পর্ব সেরেছিলেন তারা। তাদের দুই সন্তান- যাত্রা ও লিঙ্গা। ‘ভাই রাজা ভাই’, ‘৩’-র মতো ছবির পরিচালক ঐশ্বরিয়া। অন্যদিকে গত দেড় দশক ধরে দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম লিডিং সুপারস্টার ধানুশ। সম্প্রতি তার দেখা মিলেছে আনন্দ এল রাই পরিচালিত ‘আতরঙ্গি রে’ ছবিতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

১৮ বছরের দাম্পত্যে ইতি টানলেন ধনুশ-ঐশ্বরিয়া ধানুশ ধানুশ-ঐশ্বরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর