Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুটিং করতে পারলেন না মিম

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২২ ১৯:৫৮

লাক্স তারকা ও জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম গত ৪ জানুয়ারি বিয়ে করেছেন। বিয়ের ৫ দিন পর ৯ জানুয়ারি জানা যায়, তার স্বামী সনি পোদ্দার ও বাবা করোনা পজেটিভ। এছাড়া তার বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া অনেক তারকারও করোনা পজেটিভ এসেছে। ঠিক এমন যখন অবস্থা তখন তার একটি বিজ্ঞাপনচিত্রে অংশে নেওয়ার কথা ছিলো সোমবার (১৭ জানুয়ারি)। কিন্তু তার করোনা নেগেটিভের সার্টিফিকেট না থাকায় শুটিং বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিজ্ঞাপনচিত্রটির পরিচালক রনি ভৌমিক। তিনি বলেন, ‘আমি শুনেছিলাম মিমের করোনা পরীক্ষা করা হয়েছে। পরে সংবাদমাধ্যমের বরাতে শুনলাম, ঘটনা সত্য নয়। নতুন করে তিনি টেস্ট করাননি। তাই সঙ্গে সঙ্গেই শুটিং বাতিল করি।’

এ বিষয়ে মিম বলেন, ‘আমার আসলে তেমন কোনও উপসর্গ নেই। এ কারণে টেস্ট করাচ্ছি না। অন্যদিকে পরিবারের সদস্যরাও এখন শারীরিকভাবে সুস্থই মনে হচ্ছে।’

যেহেতু পরিবারের সদস্যরাও (বাবা ও স্বামী) আক্রান্ত এবং তাদের এখনও নেগেটিভ রেজাল্ট আসেনি, তাহলে বাড়তি সতর্কতার প্রয়োজন আছে কিনা- এমন প্রশ্নে মিম বলেছিলেন, ‘‘তারা তো সুস্থই আছেন। আর আমিও সুস্থ। সনি কুমিল্লায় গেছে। সে ওখান থেকে ‘হয়তো’ টেস্ট করে ফেলেছে।’’

সারাবাংলা/এজেডএস

করোনা মিম শুটিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর