Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপরাজেয় বাংলার পাদদেশে ‘১৯৭১ সেইসব দিন’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ জানুয়ারি ২০২২ ১৪:০৯

‘অপরাজেয় বাংলা’- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মরণে নিবেদিত একটি ভাস্কর্য, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত। ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমার শুটিং হলো এবার তার আশেপাশেই। অভিনেত্রী, নির্মাতা হৃদি হক সরকারী অনুদানে নির্মাণ করছেন মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’। এরইমধ্যে সিনেমাটির বেশিরভাগ অংশেরই কাজ সম্পন্ন হয়েছে। কিছু অংশের কাজ বাকী। বাকী অংশের কাজই করছেন হৃদি হক।

বিজ্ঞাপন

সিনেমাটিতে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক চরিত্রে অভিনয় করছেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফেরদৌস এবং তার বিপরীতে অভিনয় করছেন হৃদি হক। সিনেমাটি প্রসঙ্গে হৃদি হক বলেন, ‘এই সিনেমার গল্পের মূল ভাবনা আমার বাবার। তার জীবদ্দশায় এই সিনেমার কাজ শুরু করেছিলাম, কিন্তু আজ তিনি নেই। তবে এই সিনেমাতে তিনি আজীবন বেঁচে থাকবেন। সিনেমাটিতে ফেরদৌস ভাই তার চরিত্রে এক কথায় অনবদ্য অভিনয় করছেন। সেইসাথে আরো যারা এতে আছেন প্রত্যেকেই যার যার চরিত্রে চমৎকার অভিনয় করেছেন। সামনে একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস আসছে। ইচ্ছে আছে বিশেষ দিনে মুক্তি দেবার। কিন্তু সেটাও নিশ্চিত নয়। এমনও হতে পারে রোজার ঈদের পর সিনেমাটি মুক্তি দেয়া হবে।’

বিজ্ঞাপন

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘সিনেমাটির মূল ভাবনা ড. এনামুল হক স্যারের। হৃদি নিজেই চিত্রনাট্য করেছে। আমার কাছে গল্প, চিত্রনাট্য এবং হৃদির নির্মাণশৈলী ভীষণ ভালোলেগেছে। এর আগেও আমি মুক্তিযুদ্ধের অনেক সিনেমাতে অভিনয় করেছি। কিন্তু এতো ডিটেইল কোন সিনেমা’তে দেখানো হয়নি। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন ছাত্র। এর আগে বিশ্ববিদ্যালয়ে শুটিং করেছি আমি। কিন্তু এবার নিজের বিশ্ববিদ্যালয়ের ক্লাশ রুমে শুটিং করেছি, এটা আমার জন্য ছিলো ভীষণ ভালোলাগার একটি বিষয়।’

২০১৮-২০১৯ অর্থবছরের সরকারী অনুদানে (৫০ লক্ষ টাকা) নির্মিত হচ্ছে ‘১৯৭১ সেইসব দিন’। সরকারী অনুদানের সিনেমা ‘গঙ্গাযাত্রা’ ও ‘পুত্র’তে অভিনয় করেও ফেরদৌস জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।

সারাবাংলা/এএসজি

১৯৭১ সেইসব দিন’ অপরাজেয় বাংলার পাদদেশে ‘১৯৭১ সেইসব দিন’ ফেরদৌস হৃদি হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর