Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ কোন কিয়ারা!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৫ জানুয়ারি ২০২২ ১৪:৩৩

সালোয়ার কামিজ-ওড়না জড়িয়ে, কপালে কালো টিপ, চুল বিনুনি করে বাঁধা, মুখে তার মৃদু হাসি- এ যেন ‘শেরশাহ’ ছবির ‘ডিম্পল চিমা’র চরিত্রে কিয়ারা আদভানির মুখ। কিন্তু না! এই ছবি কিয়ারার নয়, তানিশার!

তানিশা সন্তোষী। পরিচালক রাজকুমার সন্তোষীর কন্যা। ইনস্টাগ্রামে সদ্য একটি ছবি পোস্ট করেছেন তিনি। দেখতে লাগছে ‘শেরশাহ’ ছবির হুবহু কিয়ারা আদভানি। পোস্টের ক্যাপশনে লেখা, ‘চলো দেখা করি প্রথমবারের জন্য’। সেই ছবি ঘিরেই হইচই নেটপাড়ায়। ইনস্টাগ্রামে সদ্য নিজের অ্যাকাউন্টকে পাবলিক করেছেন তানিশা।

বিজ্ঞাপন
পোস্টের ক্যাপশনে লেখা, ‘চলো দেখা করি প্রথমবারের জন্য’

পোস্টের ক্যাপশনে লেখা, ‘চলো দেখা করি প্রথমবারের জন্য’

তানিশার এই ছবি দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘এ তো কিয়ারার ছবিই মনে হচ্ছে।’ কেউ লিখেছেন, ‘এ তো হুবহু কিয়ারা!’ এক নেটিজেন লিখেছেন, ‘কিয়ারার যমজ, কেমন যেন লাগছে!’

কিয়ারা আদভানি

কিয়ারা আদভানি

বলিউডে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন পরিচালক রাজকুমার সন্তোষী। ‘দামিনী’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘ঘায়েল’ মতো ছবি পরিচালনা করেছেন। এ বার বাবার পথেই কি হাঁটবেন তানিশা? সে তো সময়ই বলে দেবে।

সারাবাংলা/এএসজি

এ কোন কিয়ারা! কিয়ারা আদভানি তানিশা সন্তোষী