Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনামুক্ত সোহেল রানা, ফিরেছেন বাসায়

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ জানুয়ারি ২০২২ ১৩:৫৯

দীর্ঘ ১৯ দিন পর করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা। এর আগে গত ৬ জানুয়ারি তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছে তার ছেলে মাশরুর পারভেজ ।

গণমাধ্যমে মাশরুর পারভাজ জানান, আব্বুর অবস্থা আগের চেয়ে ভালো। চিকিৎসকের পরামর্শে তাকে বাসায় নিয়ে এসেছি। তিনি এখন করোনামুক্ত। তবে নিউমো কম্প্রোমাইজড জটিলতায় ভুগছেন। তাকে হাসপাতালে না রেখে বাসায় চিকিৎসা দিলেই ভালো হবে।

বিজ্ঞাপন

গত ২৫ ডিসেম্বর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সোহেল রানা। পরদিন বিষয়টি গণমাধ্যমে জানান তার স্ত্রী জিনাত বেগম। প্রথমে শ্বাসকষ্ট থাকায় তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য আইসিউতে নেওয়া হয়।

সারাবাংলা/এএসজি

করোনামুক্ত সোহেল রানা সোহেল রানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর