Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিউজিক ভিডিওয়ের জুটি তমা-নীরব

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২২ ১৪:৩৮

প্রকাশিত হল টিএম রেকর্ডসের নতুন গান ‘এমনই এক ধাঁধা’। কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। এর এ গানে মডেল হয়েছেন চলচ্চিত্রের দুই নায়ক-নায়িকা— তমা মির্জা ও নীরব। বড়পর্দার এ জুটি এই প্রথম কোন মিউজিক ভিডিওতে এক হলেন।

তুই আমারে দিলি বন্ধু, এমনই এক ধাঁধা, চাইয়া দেখি আমার পরাণ তোর পরাণে বাঁধা-এমন প্রেমময় কথার গানটি নিয়ে দারুণ উচ্ছসিত এস আই টুটুল।

বিজ্ঞাপন

তার তুমুল জনপ্রিয় গান ‘যায় দিন যায় একাকী’ গানটিকে স্মরণ করে তিনি বলেন, আমার ‘যায় দিন যায় একাকী’-এর পর এমন একটা গান পেলাম। গানটা আমার এত মন ছুঁয়ে যায়, কেননা আমার মনে হয় এ ধরনের গানগুলোর জন্য আমিই যথার্থ শিল্পী। বিশেষ করে এ গানটার মধ্যে একটা ফিল্ম আছে। গানের গল্পটা দেখলেও মনে হবে যে এর মধ্যে একটা ফিল্মি ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এ গানের সাউন্ড, আমার লাইফে আমি কখনো এত সুন্দর সাউন্ড পাইনি গানে-যার কৃতিত্ব সম্পূর্ণ কৌশিক হোসেন তাপসের। একজন শিল্পী একজন সংগীত পরিচালক হিসেবে আমি বলতে পারি তাপস একজন দূর্দান্ত কম্পোজার।

টুটুলের গানটির চিত্রায়ণ হয়েছে সিলেটের দারুন সব লোকেশনে। এটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা তানিম রহমান অংশু। তিনি জানান, গানের চিত্রায়ণে ভাড়া করা হয় ট্রেনের পুরো একটি বগি।

গানটির প্রযোজনা ও নির্মাণ তত্বাবধায়নের পাশাপাশি এর স্টাইলিং করেছেন টিএম রেকর্ডসের চেয়ারপার্সন ফারজানা মুন্নী।

সারাবাংলা/এজেডএস

এমনই এক ধাঁধা তমা মীর্জা নীরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর