Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ মাসেই বিয়ের পিঁড়িতে মৌনি রায়

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৩ জানুয়ারি ২০২২ ১৬:৩৫ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৬:৩৯

বেশ কিছুদিন যাবত বলিউড ইন্ডাস্ট্রির আলোচ্য বিষয়। মৌনি রায়ের বিয়ে। এই নামী অভিনেত্রীর বিয়ে নিয়ে বাড়তি আগ্রহ রয়েছে বাঙালিরও। জানা গেছে, আগামী ২৭ জানুয়ারি প্রেমিক সূরজ নামবিয়ার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই অভিনেত্রী। গোয়ার সমুদ্রসৈকতেই সাতপাক ঘুরবেন মৌনি। এই মুহূর্তে চলছে শেষ পর্যায়ের তোড়জোড়।

একট নিকটাত্মীয়র সুত্রে ভারতীয় গণমাধ্যমগুলি জানিয়েছে, গত ডিসেম্বরেই গোয়াতেই ধুমধাম করে ‘ব্যাচেলরেট পার্টি’ সেরেছিলেন মৌনি। সমুদ্র বরাবরই পছন্দ তাঁর, এবার শোনা যাচ্ছে গোয়াতেই বিয়ের পর্বটাও সারবেন তিনি। ইতিমধ্যেই দক্ষিণ গোয়ার একটি বিলাসবহুল হোটেল বুক করেছেন অভিনেত্রী, সেখানেই পাত্র-পাত্রী থেকে আত্মীয়-পরিজনরা থাকবেন। তিন দিন ধরে চলবে বিয়ের যাবতীয় অনুষ্ঠান। সকলেই সাজবেন সাদা পোশাকে। গোয়ার সমুদ্রকে সাক্ষী রেখে মালাবদল সারবেন সূরজ-মৌনি। যদিও প্রথমে শোনা গিয়েছিল ইতালিতে বা দুবাইতে ডেস্টিনেশন ওয়েডিং সারবেন মৌনি। তবে আপতত সেই পরিকল্পনা বাতিল।

বিজ্ঞাপন
প্রেমিক সূরজ নামবিয়ার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই অভিনেত্রী

প্রেমিক সূরজ নামবিয়ার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই অভিনেত্রী

দুবাইয়ের ইনভেসমেন্ট ব্যাঙ্কার সুরজ নামবিয়ার। সুরজের সেখানে নিজস্ব ব্যাবসাও আছে। সেই কারণেই আজকাল প্রায়শই দুবাইতেই সময় কাটান মৌনি। বেঙ্গালুরুতে আদি বাড়ি সূরজের। শোনা যায়, ২০২০ সালের শুরুতে প্রথম করোনা লকডাউনে নিজের বোন এবং তাদের পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালীন সুরজের প্রেমে পড়েন এই বলিউড সুন্দরী।

সারাবাংলা/এএসজি

মৌনি রায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর