Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৯ বছরের অপেক্ষায় লারা দত্ত

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৩ জানুয়ারি ২০২২ ১৫:২৩

২০০৩ সালে ‘আন্দাজ’ ছবির মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয় অভিনেত্রী লারা দত্তের। এরপর ‘মাস্তি’, ‘নো এন্ট্রি’, ‘ভাগামভাগ’, ‘পার্টনার’, ‘হাউসফুল’সহ একাধিক বলিউডের হিট ছবিতে অভিনয় করেছেন। প্রায় ১৯ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করলেও এতদিন তার মনের মত চরিত্র পাননি বলে মন্তব্য করলেন ৪০ বছর বয়সী এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে লারা জানিয়েছেন, ‘সত্যি বলতে, বয়স আমাকে স্বাধীনতা দিয়েছে। এই ৪০ বছর বয়সে এসে আমি যেই চরিত্রগুলিতে অভিনয় করতে চেয়েছিলাম, সেগুলিতে করতে পারছি। আমি ইন্ডাস্ট্রিতে আসার আগে কখনই নায়িকা অথবা সেরা হওয়ার কথা ভাবিনি। শুধুমাত্র অভিনয় করব সেইটাই ভেবেছি। আমি শুধুমাত্র অভিনেত্রী হতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত আমি এই ধরণের চরিত্র পাচ্ছি। আমার মনে হয়, ৩৫ থেকে ৫৫ বছরের মহিলারা তেমনভাবে সমর্থন পায় না। তাঁর উপর কিছুই তৈরি করা হয়নি।’

বিজ্ঞাপন

অতীতে সিনেমা এবং ধারাবাহিকে মেয়েদের চরিত্রে কথা মনে স্মরণ করে লারা বলেন, ‘হয়তো তোমাকে দীর্ঘ সময় ধরে নিজেকে আত্মত্যাগ করা মা হিসেবে দেখা যাবে, নয়তো তুমি সতী-সাবিত্রীর বেশে, এমনটাই ছিল! আমাকে ক্ষমা করবেন এই রকম শব্দের জন্য, কিন্তু সত্যি বলতে এই ধরণের চরিত্র পেয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। যখন ৩০ বছরে পা রাখি, তখন মেয়ের জন্ম হয়। কিছু সময় বিরতি নিয়েছিলাম কাজ থেকে। আমার কাছে ও আশীর্বাদের মতো।’

মহিলাদের জন্য বর্তমান ভূমিকা সম্পর্কে কথা বলতে গিয়ে লারা বলেন যে এক দশক আগে ‘আমার পূর্বসূরির জন্য এই ধরনের ভূমিকা করার সুযোগ ছিল না’ এবং তিনি ‘অনেকটাই ভাগ্যবান’ মনে করেন নিজেকে।

লারা দত্তের কেরিয়ারের তিন নম্বর ওটিটি সিরিজ হতে চলেছে ‘কৌন বনেগা শিখরবতী’। নাসিরুদ্দিন শাহ, রঘুবীর যাদব, সোহা আলি খান, অনন্যা সিংসহ আরও অনেককে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

১৯ বছরের অপেক্ষায় লারা দত্ত লারা দত্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর