Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুগ্ধতা ছড়ালেন সানী-মৌসুমী-ফেরদৌস-পূর্ণিমা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ জানুয়ারি ২০২২ ১৩:৩৯

গত ১০ জানুয়ারি ছিলো বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটিকে উপলক্ষ্যে করে সেদিন সন্ধ্যায় ফেনী পাইলট মাঠে মেয়র’র উদ্যোগে ফেনীবাসীকে বিনোদন ও আনন্দ দিতে ব্যতিক্রমধর্মী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বিজয়ের সুবর্ণ জয়ন্তী, নতুন বছর আর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের বিশেষ এই আয়োজনে সফল তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী ও সিনেমার নন্দিত জুটি ফেরদৌস-পূর্ণিমা গানে গানে উপস্থিত লাখো দর্শকের মাঝে মুগ্ধতা ছড়ান।

বিজ্ঞাপন

সেদিনের সেই অনুষ্ঠান উপভোগ করার জন্য ফেনী’সহ আশেপাশের অনেক জেলা থেকে দর্শক অনুষ্ঠানে ছুটে আসেন। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই পথে পথে দর্শকের ভালোাবাসায় মুগ্ধ হন তারা। মঞ্চে শুরুতেই উঠেন ফেরদৌস-পূর্ণিমা। দর্শকের মাঝে তখন উচ্ছাস ছড়িয়ে পড়ে। তাদের অনবদ্য পারফর্ম্যান্সে মুগ্ধ হন সকলে।

এরপর মঞ্চে উঠেন সুপারস্টার ওমর সানী ও প্রিয়দর্শিনী মৌসুমী। দু’জনের অভিনীত সিনেমার জনপ্রিয় গানগুলোর পারফর্ম্যান্সেও মুগ্ধতা ছড়ান। এমন বর্ণাঢ্য আয়োজনে অংশ নেয়া প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘বেশ কয়েকবছর পর এতো এতো দর্শকের সমাগম দেখতে পেলাম। সত্যিই দর্শকের উচ্ছাস দেখে মুগ্ধ হয়েছি, আবেগাপ্লুত হয়ে পড়েছি।’

প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই আয়োজন ছিলো সত্যিই অসাধারন। অনেকদিন পর এমন একটি জমকালো অনুষ্ঠানে আমরা একত্রে পারফর্ম করেছি। সুন্দরভাবে দিনটিকে উদযাপন করতে পেরেছি, এটাই অনেক ভালোলাগা।’

ফেরদৌস আহমেদ বলেন, ‘অনেকদিন পর এক মঞ্চে আমরাসহ আরো ছিলেন জেমস ভাই, হাসান ভাই, ব্যাচেলর পয়েন্ট’র কয়েকজন অভিনেতা। সত্যিই ফেনীবাসির আন্তরিকতায় এবং সাহসিকতায় এমন একটি অনুষ্ঠান করা সম্ভব হয়েছে।’ পূর্ণিমা বলেন, ‘এক কথায় সব মিলিয়ে এতো দর্শকের উপস্থিতি এবং আমাদের পারফর্ম্যান্সের কারণে তাদের মাঝে মুগ্ধতা দেখে সত্যিই মনটা ভরে গিয়েছিলো।’

সারাবাংলা/এএসজি

মুগ্ধতা ছড়ালেন সানী-মৌসুমী-ফেরদৌস-পূর্ণিমা সানী-মৌসুমী-ফেরদৌস-পূর্ণিমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর