Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বামী ও বাবা করোনায় আক্রান্ত, থমকে গেল মিমের আয়োজন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ জানুয়ারি ২০২২ ১৮:৫৯

গত ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মডেল ও অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম। কথা ছিল, এই নব দম্পতি আগামী ১১ জানুয়ারি হানিমুনে যাবেন দ্বীপরাষ্ট্র মালদ্বীপে। সেখান চার দিন একান্তে সময় কাটিয়ে দেশে ফিরবেন তারা। এরপর ১৫ জানুয়ারি দুপুরে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে স্বামীসহ সৌজন্য সাক্ষাৎ করবেন বিদ্যা সিনহা মিম। কিন্তু সবকিছুই অনিশ্চিত হয়ে পড়ল। কারণ করোনা। মিম বললেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার স্বামী (সনি) করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছে। তাই আমাদের পরিকল্পনা কিছুটা পিছিয়ে গেল।’

বিজ্ঞাপন

৯ জানুয়ারি করোনা পরীক্ষার ফলাফল হাতে পেয়ে জানতে পারেন, মিমের বর সনি পোদ্দার করোনা পজিটিভ। মিম জানালেন, তার বাবা বীরেন্দ্রনাথ সাহাও করোনা পজিটিভ। এ অবস্থায় যাবতীয় পরিকল্পনা ও আয়োজন আপাতত স্থগিত করেছেন মিম।

গণমাধ্যমে মিম বললেন, ‘বিয়ের অনুষ্ঠানের পর দুই পরিবারের বেশির ভাগ মানুষের ঠান্ডাজনিত সমস্যা দেখা দিলে সবারই করোনা পরীক্ষা করানো হয়। কারও পজিটিভ এসেছে, কারও আসেনি। আমার ছোট বোনের করোনা নেগেটিভ এসেছে, সে এরই মধ্যে কানাডায় চলে গেছে। আমার আর মায়েরও নেগেটিভ এসেছে। কিন্তু সনি ও বাবার রেজাল্ট পজিটিভ!’ তবে করোনা পজিটিভ হলেও দুজনের জটিল কোনো সমস্যা নেই বলে জানালেন মিম। তিনি বললেন, ‘সনির হালকা জ্বর ও কাশি থাকলেও বাবার গলাটা ভাঙা। তবে খাওয়াদাওয়া স্বাভাবিক। আপাতত দুজনই বাসায় বিশ্রামে আছে।’

সারাবাংলা/এএসজি

বিদ্যা সিনহা মিম স্বামী ও বাবা করোনায় আক্রান্ত- থমকে গেল মিমের আয়োজন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর