Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গরিব কপিল’কে কৃতার্থ করেছিলেন গিনি!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১১ জানুয়ারি ২০২২ ১৬:২২

বেশ কিছুদিন আগেই আভাস দিয়েছিলেন নতুন শুভ সংবাদের। নতুন বছরেই ওয়েব দুনিয়ায় সফর শুরুর কথা জানালেন কমেডিয়ান কপিল শর্মা। স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে দেখা যাবে তাকে। নাটকীয়ভাবে ভিডিওর মাধ্যমে নিজেই একথা জানিয়েছিলেন ইনস্টাগ্রামে।

এবার জানা গেছে, শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ডেবিউ করছেন কপিল। শীঘ্রই তাকে দেখা যাবে নেটফ্লিক্সের শো ‘আই অ্যাম নট ডান ইয়েট’-এ। আগামী ২৮ জানুয়ারি নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে এই এপিসোড। সম্প্রতি, নেটফ্লিক্সের সেই শো-এর ট্রেলার ইনস্টাগ্রামের ওয়ালে শেয়ার করেছেন কপিল। সেই ভিডিওতে দর্শকাসনে দেখা গেছে কপিলের স্ত্রী গিনি-কেও।

বিজ্ঞাপন

ওই ট্রেলারে কপিলকে বলতে শোনা যাচ্ছে এই শো-এর নাম ‘আই অ্যাম নট ডান ইয়েট’ অর্থাৎ সোজা বাংলায় যার মানে হলে ‘আমি এখনও শেষ করিনি’ শুনে রেগে চিৎকার করে উঠেছিল গিনি। কপিলের দিকে তাক করে ছুড়ে মেরেছিল বালিশও। কারণ? জবাবও দিয়েছেন কপিল নিজেই, “আসলে দেড় বছরের মধ্যে আমার আর গিনির দুই সন্তান আমাদের পরিবারে এসেছে। সুতরাং বুঝতেই পারছেন….সেকথা তো আর ভোলা যায় না। এরপর ফের আমার মুখে ‘আমি এখনও শেষ করিনি’ আতঙ্কিত হয়ে গেছিল ও। তাই তো জিজ্ঞেস করেছিল এরপরেও তোমার আর কী পরিকল্পনা রয়েছে?”

এখানেই থামেননি কপিল। দর্শকাসনে বসা তার স্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি, ‘একটা কথা বলো, সেই সময়ে আমার মতো একজন ছাপোষা, সাধারণ, স্কুটার চালকের মধ্যে কী দেখে প্রেমে পড়েছিলে?’ সঙ্গে সঙ্গেই মজাদার ভঙ্গিতে গিনির জবাব, ‘ভেবেছিলাম বেশিরভাগ মেয়েই তো তাদের বিয়ের জন্য অর্থবান পুরুষ খোঁজে, তাই আমিই না হয় এই গরিব ছেলেটাকে পছন্দ করে ওকে কৃতার্থ করি!’

বিজ্ঞাপন

২০১৮ ডিসেম্বরে জলন্ধরে পাঞ্জাবি রীতিমেনে বিয়ের পর্ব সারেন কপিল-গিনি। বছর ঘুরতে না ঘুরতেই তাদের কোল আলো করে এসেছিল মেয়ে আনায়রা। মেয়ে জন্মের ১৩ মাসের মাথায় ফের কপিল-গিনির ঘরে আসে তাদের পুত্র সন্তান। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি দ্বিতীয়বার বাবা হন এই কমেডিয়ান।

সারাবাংলা/এএসজি

‘আই অ্যাম নট ডান ইয়েট’ ‘গরিব কপিল’কে কৃতার্থ করেছিলেন গিনি! কপিল শর্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর