Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাম্পত্য কলহ, বোমা মারার হুমকি শাহরুখের বাড়িতে!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১১ জানুয়ারি ২০২২ ১৪:৩৯ | আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৬:০১

বলিউড কিং শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’কে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের জবলপুরের জীতেশ ঠাকুর নামের এক যুবক। আর এমনই খবর প্রকাশ্যে আসার সাথসাথেই চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রেফতার করা হয়েছে জীতেশকে। মুম্বাই পুলিশ জানিয়েছে গত সপ্তাহে একটি উড়ো ফোন আসে কন্ট্রোল রুমে। সেখানেই মুম্বাইয়ের বেশ কয়েকটি জায়গা উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, তালিকায় ছিল ‘মান্নাত’ও।

ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, মহারাষ্ট্র পুলিশ কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২২মিনিট নাগাদ ফোন পাওয়া মাত্রই মুম্বাইয়ের একাধিক জায়গায় তল্লাশি চালায় মুম্বাই পুলি্শ ও বম্ব স্কোয়াড। তবে কিছুক্ষণের মধ্যেই নিশ্চিত হয়ে যায় যে, ভুল তথ্য দিয়ে হুমকি দিয়েছেন অজ্ঞাত পরিচয়। তদন্তে জানা যায় ফোন এসেছিল মধ্যপ্রদশের জবলপুর থেকে। মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে খবর যায় মধ্যপ্রদেশ পুলিশে। এরপর তারাই জীতেশ ঠাকুর নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে। পরবর্তীতে মহারাষ্ট্র পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে অভিযুক্তকে।

বিজ্ঞাপন
মান্নাত-এর বারান্দায় ভক্তদের শুভেচ্ছা জানাচ্ছেন শাহরুখ

মান্নাত-এর বারান্দায় ভক্তদের শুভেচ্ছা জানাচ্ছেন শাহরুখ

টেলিফোনে জীতেশ নিজেকে আর্মি অফিসার বলে পরিচয় দেয়। এবং জানায়, ছত্রপতি শিবাজি রেলওয়ে টার্মিনাস, কুরলা রেলওয়ে স্টেশন, শাহরুখ খানের বাংলোসহ মুম্বাইয়ের একাধিক জায়গায় নিউক্লিয়ার বম্ব রাখা রয়েছে। জানা গিয়েছে জীতেশ নামের ওই ব্যক্তি নাকি আগেও এমন কাণ্ড ঘটিয়েছেন। সংসারে নিত্যদিন ঝামেলার কারণেই নাকি বোমা মেরে ‘মান্নাত’ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন জীতেশ। দাম্পত্য কলহের জেরে কিং খানের উপর এমন ঝাল মেটালেন জীতেশ!

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

দাম্পত্য কলহ বোমা মারার হুমকি শাহরুখের বাড়িতে! মান্নাত শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর