Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহাতিম সাকিবের ‘ফিনিক্স পাখির ডানায়’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ জানুয়ারি ২০২২ ১৫:০৯

নতুন বছরকে সামনে রেখে প্রোটিউন থেকে অবমুক্ত হলো মাহাতিম সাকিবের ‘ফিনিক্স পাখির ডানায়’। গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন শোভন রায়।

এ গান সম্পর্কে প্রসেনজিৎ ওঝা জানালেন, ‘আর কতো হলে ছোট আদরে আদরে জড়াবো মায়ের চুম অথবা বড় বড় হতে হতে নিজেকে ধরেনা এখন আর কোন আয়নায়। সারাক্ষণ নিজের মাঝে এই দ্বন্দ্ব চলতে থাকে। আমরা আসলে সেই মাটির কাছেই ফিরে যেতে চাই, যেখানে চিরশান্তিতে ঘুমাবো। গানটি ভালো লাগলে আমাদের সৃষ্টিগুলো শান্তি পাবে। আমাদের প্রত্যাশা এই গানটি সবার ভালো লাগবে এবং গ্রহণ যোগ্যতাও পাবে।’

বিজ্ঞাপন

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন প্রোটিউন টিম ও পিয়াল ইসরাত। মডেল হয়েছেন মাহাতিম সাকিব ও মাহজুবা তাহ্রী। প্রোটিউনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘ষ্টুডিও প্রোটিউনবিডি’-তে গানটির ভিডিও অবমুক্ত করা হয়েছে।

সারাবাংলা/এএসজি

প্রোটিউন ফিনিক্স পাখির ডানায় মাহাতিম সাকিব মাহাতিম সাকিবের ‘ফিনিক্স পাখির ডানায়’ স্টুডিও প্রোটিউন বিডি