মৃত বাবাকে দেখতে যেতে পারলেন না করোনা আক্রান্ত বিশাল
৮ জানুয়ারি ২০২২ ১৭:৩৩ | আপডেট: ৮ জানুয়ারি ২০২২ ১৭:৪০
শুক্রবার নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন সুরকার বিশাল দাদলানি। আর ১ দিন পার হতে না হতেই শনিবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন নিজের বাবা মোতি দাদালানির মৃত্যু সংবাদ। লিখলেন, ‘আমার সবচেয়ে প্রিয় বন্ধু, পৃথিবীর সবথেকে ভালো ও দয়ালু মানুষকে হারিয়ে ফেললাম গতকাল রাতে। এর থেকে ভালো বাবা কেউ হতে পারে বা জীবনের শিক্ষা দিতে ভালো শিক্ষক তা ভাবতেও পারি না আমি। আমার মধ্যে যা কিছু ভালো, তা ওর শিক্ষাতেই।’
বিশাল জানান, গত কয়েকদিন ধরেই বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন মোতি দাদলানি। গলব্লাডার স্টোনের অপারেশনের পর খারাপ হয় তার শারীরিক অবস্থা। কিন্তু গতকাল কোভিড রিপোর্ট পজিটিভ আসায় আর হাসপাতাল যেতে পারেননি বাবাকে দেখতে। বিশাল লিখেছেন, ‘এমনকী এই সময়ে মাকে জড়িয়ে ধরে যে সান্ত্বনা দেব সেটাও পারছি না। এটা ঠিক হল না!’
বিশাল আরও জানিয়েছেন, ‘আমার বোন সমস্ত কিছু দেখাশোনা করছে নিজেকে শক্ত রেখে। যা হয়তো আমি নিজেও পারতাম না। আমি জানি না এই পৃথিবীতে ওকে ছাড়া কীভাবে থাকব। কিছু ভাবতে পারছি না আমি।’
শুক্রবার (৭ জানুয়ারি) কোভিড কিট টেস্টের ছবি শেয়ার করে বিশাল দাদলানি লিখেছিলেন, গত কয়েকদিনে তিনি মাস্ক ছাড়া বাড়ির বাইরে পা রাখেননি, স্যানেটাইজ না করে কিছু ধরেননি। কোভিড প্রোটোকল মেনে শুটিং করেছিলেন শুধু। তারপরও তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
সারাবাংলা/এএসজি