Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম কৃষ্ণাঙ্গ অস্কার জয়ী অভিনেতা সিডনি পোয়াটির আর নেই

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৮ জানুয়ারি ২০২২ ১৬:৪০

চলে গেলেন হলিউডের প্রথম কৃষ্ণাঙ্গ তারকা অভিনেতা সিডনি পোয়াটির। বয়স হয়েছিল ৯৪ বছর। ‘লিলিস অব দ্য ফিল্ড’ ছবির জন্য ১৯৬৩ সালে অস্কার পান তিনি। সিডনিই প্রথম কৃষ্ণাঙ্গ যিনি সেরা অভিনেতা হিসাবে অস্কার জিতেছিলেন। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাহামাসের ডেপুটি প্রধানমন্ত্রী চেস্টার কুপার।

১৯৫৫ সালে ‘ব্ল্যাকবোর্ড জঙ্গল’ সিনেমা দিয়ে অভিনয় জগতে পথচলা শুরু করেন তিনি। ছবিতে স্কুল ছাত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন। ‘দ্য ডিফায়েন্ট ওয়ানস’ ছবির জন্য ১৯৫৮ সালে প্রথম বার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন অভিনেতা। তবে মনোনয়ন পাওয়ার পাঁচ বছর পর এই পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।

বিজ্ঞাপন
সিডনিই প্রথম কৃষ্ণাঙ্গ যিনি সেরা অভিনেতা হিসাবে অস্কার জিতেছিলেন

সিডনিই প্রথম কৃষ্ণাঙ্গ যিনি সেরা অভিনেতা হিসাবে অস্কার জিতেছিলেন

১৯২৭ সালে মিয়ামিতে জন্মেছিলেন সিডনি। কৃষক পরিবারের সন্তান। ১৬ বছর বয়সে নিউ ইয়র্কে চলে আসেন। এরপরই আমেরিকান নিগ্রো থিয়েটারে নাট্যচর্চা শুরু করেন। আর ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। অভিনয় জীবনে সফলতার শীর্ষে পৌঁছেছিলেন।

সারাবাংলা/এএসজি

সিডনি পোয়াটির হলিউড তারকা হলিউডের প্রথম কৃষ্ণাঙ্গ তারকা

বিজ্ঞাপন

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর