Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটার বেশে ৩ বছর পর শুটিং ফ্লোরে আনুশকা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ জানুয়ারি ২০২২ ১৬:২০

বছরের শুরুতেই ভক্তদের বিরাট গুগলি দিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সুখবর অভিনেত্রীর ভক্তদের জন্য, দীর্ঘ তিন বছর পর অভিনয়ে ফিরছে তিনি। বৃহস্পতিবার সকালে আনুশকা জানিয়ে দিলেন, ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে নাম ভূমিকায় থাকছেন তিনি। ছবির নাম ‘চাকদহ এক্সপ্রেস’। গত বছরের শেষে শোনা গিয়েছিল প্রযোজক হিসাবে পরিচালক প্রসিত রায়ের এই প্রোজেক্টের পাশে থাকলেও অভিনয় করবেন না। কিন্তু সিদ্ধান্ত বদলে অভিনয় করতে চলেছেন তিনি।

বিজ্ঞাপন

২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল অভিনেত্রীর শেষ ছবি ‘জিরো’। এরপর থেকে ছবির দুনিয়া থেকে গায়েব ছিলেন আনুশকা। গত বছর জানুয়ারিতে মা হয়েছেন। আগামী সপ্তাহেই এক বছর পূর্ণ করবে ভামিকা। অবশেষে মেয়েকে সামলে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফেরবার পালা আনুশকার।

এদিন আনুষ্ঠানিক বিবৃতিতে আনুশকা জানিয়েছেন, ‘এই ছবিটা খুব স্পেশ্যাল, কারণ এটা বলবে আত্মত্যাগের গল্প। এই ছবি ভারতীয় নারী ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলক গোস্বামীর জীবন কাহিনি দ্বারা অনুপ্রাণিত। মহিলা ক্রিকেট নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পালটে দিতে পারে এই ছবি। যখন ঝুলন ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিল, তখন মেয়েদের জন্য স্পোর্টসের দুনিয়ায় পা রাখাটাই ছিল বড় চ্যালেঞ্জ। এই ছবিতে এমন অনেক গল্প উঠে আসবে যা ঝুলনের জীবনকে, মহিলা ক্রিকেটকে একটা দিশা দেখিয়েছে।’

খুব শীঘ্রই শুরু হবে প্রসিত রায়ের ‘চাকদহ এক্সপ্রেস’-এর শ্যুটিং। টিজারে দেখা মিলল, কেমনভাবে পুরুষ দলের প্লেয়ারদের নাম মুছে সেই জার্সিতে নিজেদের নাম লিখে ফাঁকা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জরুরি ম্যাচ খেলতে নামছে ঝুলনরা। যাদের হার-জিত নিয়ে মাথাব্যাথা নেই কারুর, তাই তো ধার করা জার্সিই তাঁদের সম্বল। টিজারে বাংলা মেশানো হিন্দিতে কথা বলতে শোনা গেল আনুশকাকে। এই ছবি প্রযোজনার দায়িত্বে থাকছেন আনুশকার ভাই কার্নিশ শর্মা। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সরাসরি মুক্তি পাবে এই ছবি।

সারাবাংলা/এএসজি

আনুশকা শর্মা ক্রিকেটার বেশে ৩ বছর পর শুটিং ফ্লোরে আনুশকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর