Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকাশ পেল ‘মুখোশ’র শিরোনাম গান

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২২ ১৩:৫৫

২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘মুখোশ’। ইফতেখার শুভ পরিচালিত ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ২১ জানুয়ারি। মুক্তিকে সামনে রেখে সিনেমাটির শিরোনাম গান টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

রবিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর রেস্টুরেন্ট হেক্সা ডাইনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে গানটির প্রকাশনা অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক ইফতেখার শুভ, পরীমণি, জিয়াউল রোশনসহ সকল শিল্পী ও কলাকুশলী। এছাড়া উপস্থিত ছিলেন টাইগার মিডিয়ার সিইও জাহিদ হাসান অভি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ইফতেখার শুভ বলেন, করোনাসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়েও আমরা ‘মুখোশ’ প্রেক্ষাগৃহে মুক্তি দিতে যাচ্ছে। এটি আমার প্রথম সিনেমা, তাই চিন্তা ও উত্তেজনা দুটোই বেশি। টাইটেল গানসহ এই সিনেমার প্রত্যেকটি গান শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। সবাইকে প্রেক্ষাগৃহে এসে ‘মুখোশ’ দেখবার আমন্ত্রণ।’

‘মুখোশ’র পরিবেশনার দায়িত্ব নিয়েছে ‘মিশন এক্সট্রিম’খ্যাত প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন।

শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন মাইনুল আহসান নোবেল। আব্রাহাম তামিম কথায় গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন।

আরেকটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। আব্রাহাম তামিমের কথায় এর সঙ্গীতায়োজন ইমন চৌধুরীর।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, জিয়াউল রোশান, পরীমণি, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারেক স্বপন, ইলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।

বিজ্ঞাপন

এতে সিনেমাট্রোগ্রাফার ছিলেন ফরহাদ হোসেন ও নাহিয়ান বেলাল। সম্পাদনা করেছেন মাহি ইসলাম মিতুল, শিল্প নির্দেশনা দিয়েছেন রহমতুল্লাহ বসু।

ব্যাচেলর ডট কম প্রডাকশনের প্রযোজনায় ‘মুখোশ’ নির্মিত হয়েছে ইফতেখার শুভর নিজের লেখা ‘পেইজ নাম্বার ফোরটি ফোর’ উপন্যাস অবলম্বনে।

সারাবাংলা/এজেডএস

পরীমণি মুখোশ মোশাররফ করিম

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর