‘জেদই আমাকে যুদ্ধে যাওয়ার প্রেরণা যুগিয়েছে’
৩০ ডিসেম্বর ২০২১ ১৮:২৭
ডালিয়া সালাউদ্দিন- একজন সুচিকিৎসক হলেও তার মূল পরিচয় তিনি বাংলাদেশের একসময়কার প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী। শৈশবেই নাচের প্রতি অগাধ ভালোবাসায় দশ বছর বয়সেই যুক্ত হয়েছিলেন বাফায়। তৎকালীন পূর্ব পাকিস্তান সাংস্কৃতিক দলের সদস্য হিসেবে সফর করেছিলেন বিভিন্ন দেশে।
১৯৭১-এ ডালিয়া সালাউদ্দিন নিজেকে সঁপে দেন মুক্তিযুদ্ধে। দিনের পর দিন সেবা করে গিয়েছেন যুদ্ধাহত মুক্তিসেনাদের।
১৯৭২-এ ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে, পরের বছরই উচ্চশিক্ষার্থে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেই দেশটিই এখন তার মূল ঠিকানা হলেও বাংলাদেশে আসা-যাওয়া নিয়মিতই ।
সম্প্রতি, এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এলে সারাবাংলার অনুরোধে তার পথচলা ও যুদ্ধ দিনের স্মৃতিকথা শোনালেন আজকের কথোপকথনে…
https://youtu.be/WNazvij8hE0
আরও দেখুন–
- এখনো ‘আন্দুভাই’ ডাক শুনি…
- দোয়েলের ‘চন্দ্রাবতী’ হয়ে ওঠা…
- ‘মায়ের জন্যই হয়েছিলাম কণ্ঠযোদ্ধা’
- আমরাই শ্রোতাদের কান তৈরি করি: সিঁথি
- একজন নীল হুরেজাহানের উত্থানের গল্প…
- সাধারণ শ্রোতারাই আমার আপনজন: সন্দীপন
- নারী মানেই ত্যাগ, এটাই সত্য: ফারজানা চুমকি
- একজন উর্মি নুসরাত ও তার এগিয়ে যাওয়ার গল্প
- মন সায় না দিলে সে কাজ একদমই করি না: ছন্দা
- স্বাধীন বাংলার প্রথম গান তৈরি হয়েছিল ১৫ মিনিটে
- শফি মন্ডল: আদ্যোপান্ত এক বাউলের পথচলার গল্প…
- আমি কোনো জাতীয় পুরস্কার পাইনি: রফিকুল আলম
- দিনের পর দিন সেবা করেছেন যুদ্ধাহত মুক্তিসেনাদের…
- স্বপ্নীল সজীব: সুমধুর কণ্ঠ আর গায়কির তরুণ এক শিল্পী…
- দেশের ১ম আন্তর্জাতিক নারী ধারাভাষ্যকারের এগিয়ে যাওয়ার গল্প
সারাবাংলা/এএসজি
৭১ এর মুক্তিযুদ্ধ কথোপকথন কথোপকথনে ৭১'র দিনগুলি টপ নিউজ ডালিয়া সালাউদ্দিন নৃত্যশিল্পী মুক্তিযোদ্ধা সারাবাংলা কথোপকথন