Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামলার হুমকি শাকিব খানের!

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২১ ১৬:০১ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৬:০২

বর্ষীয়ান নির্মাতা এফ আই মানিক শাকিব খানের নির্মাণের ঘোষণা দিয়েছেন। এ ঘোষণায় চটেছেন দেশের শীর্ষ নায়ক। সিনে খবর নামক একটি ই-মেইল থেকে তার ঘনিষ্ঠজন পরিচালিত মেইল থেকে জানানো হয়েছে, প্রয়োজনে মামলা করবেন শাকিব।

ই-মেইল বার্তায় শাকিব বলেন, ‘এক সিনিয়র নির্মাতা ঘোষণা দিয়েছেন আমার বায়োপিক নির্মাণ করবেন। অথচ এ বিষয়ে আমি কিছুই জানি না। কারও বায়োপিক নির্মাণ করতে গেলে তার অনুমতি নিতে হয়। তিনি কী আমার অনুমতি নিয়েছেন? এটি দেশের মানুষের কাছে আমার ইমেজ নষ্ট করার ষড়যন্ত্র নয় কি? এ ধরনের ষড়যন্ত্র আর মেনে নেওয়া যায় না।

বিজ্ঞাপন

দেশীয় চলচ্চিত্রের কারও বায়োপিক যদি নির্মাণ করতে হয় তাহলে নায়করাজ রাজ্জাক, আলমগীর, ফারুক, সোহেল রানা, ববিতা, শাবানা, কবরীদের মতো কিংবদন্তি শিল্পীদের নির্মাণ করা উচিত। আমাকে নিয়ে কেন?’

তিনি আরও বলেন, ‘আমি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে আমার দেশে না থাকার সুযোগে চলচ্চিত্রজগতের কেউ কেউ আমাকে নিয়ে অনাকাক্ষিতভাবে মিডিয়ায় বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়াচ্ছেন। এর মধ্যে আরেক নির্মাতা আমার বিদেশে যাওয়া, সেখানে বসে ছবির কাজ করা নিয়ে মিডিয়ার কাছে অনভিপ্রেত কথা বলেছেন। যা অন্যকে অন্যায়ভাবে আক্রমণ করা ছাড়া আর কিছুই নয়।

আমি এ ব্যাপারে সতর্ক করে দিয়ে বলতে চাই যারা আমাকে নিয়ে ষড়যন্ত্রের জাল বিছাতে চাইবে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। মানহানি ও সাইবার ক্রাইম অ্যাক্টে মামলা করব। ইতিপূর্বে আমার স্টারডাম ক্ষুণ্ণ করতে অনেক ষড়যন্ত্র হয়েছে। এসব আমি আর মুখ বুজে সহ্য করব না।’

সারাবাংলা/এজেডএস

বায়োপিক মামলা শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর