Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাকে হারিয়েছেন জায়েদ খান

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২১ ১৪:৩১

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের মা আর নেই। সোমবার (২৭ ডিসেম্বর) তার মা সাহিদা হক রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভোর ৪টা ৫৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জায়েদ খান জানিয়েছেন তার মা বেশ কয়েকদিন যাবত অসুস্থ থাকায় তাকে হাসপাতালটির আইসিইউতে ভর্তি করা হয়েছিল।

তিনি বলেন, আল্লাহ-তায়ালার কী যে ইচ্ছা একমাত্র তিনিই জানেন। বাবা মারা যাওয়ার ১ বছর পূর্ণ হবে এই মাসের ৩১ তারিখ। তার আগেই আজ ২৭ তারিখ মা-কে নিয়ে গেলেন। একবারে এতিম হয়ে গেলাম। এমন শোক আমি এবং আমার পরিবার কীভাবে সহ্য করবো। আপনারা আমার মা’র জন্য দোয়া করবেন।’

২০২০ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে জায়েদ খানের বাবা এম এ হক মারা যান। তার গলায় টিউমার হয়েছিল এবং নিউমোনিয়াতেও ভুগেছেন। গুরুতর অবস্থায় ভর্তি হয়ে ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি।

সারাবাংলা/এজেডএস

জায়েদ খান মা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর