জাগো বাহে’র শেষ পর্ব ‘বাংকার বয়’ মুক্তি পাচ্ছে ২৩ ডিসেম্বর
২২ ডিসেম্বর ২০২১ ১৬:১০ | আপডেট: ২১ মে ২০২২ ১৫:৩৫
‘নগদ’ নিবেদিত চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘জাগো বাহে’র তৃতীয় ও শেষ পর্ব বাংকার বয় মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর। সুকর্ন সাহেদ ধীমানের পরিচালনায় এই পর্বটি দর্শকরা দেখতে পারবে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ৮টা থেকে।
যুদ্ধবিধ্বস্ত সময়ের চক্রে এক বাংকারে হাজির হয়েছে দুজন মানুষ। একজন বাঙালি বালক, অন্যজন বেলুচ সৈনিক। দুজনেই দুজনের শত্রু। একজন শিকার, তো আরেকজন শিকারি। সুযোগের জন্য ওত পেতে আছে দুজনেই।
এখানে প্রধান চরিত্রে রয়েছেন মুস্তাফিজুর নুর ইমরান, আব্দুল্লাহ আল সেন্টু। এই পর্বটিতে ১৯৭১–এর একটি ব্যতিক্রম ঘটনা দেখানো হয়েছে। এই কনটেন্টের শুটিংয়ের জন্য বানানো হয় সত্যিকারের বাংকার। এই বাংকারও এবারের কনটেন্টের এক গুরুত্বপূর্ণ চরিত্র।
পরিচালক সুকর্ন সাহেদ ধীমান কমেন্ট, ‘বাংকার বয় সিনেমাটা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। সিনেমটির প্রয়োজনে যুদ্ধক্ষেত্র বিনির্মাণ করতে হয়েছিল। এমন লোকেশন খুঁজে পেতেই সহকর্মীদের সবচেয়ে বেশি ঘাম ঝড়াতে হয়েছে। তাছাড়া বৃষ্টি, কাদা ও শীতে অভিনেতারাও প্রচন্ড শারীরিক পরিশ্রম করেছেন। আশা করি সিনেমাটা দর্শকদের কাছে নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির হবে।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ জাগো বাহে’র দুটি পর্ব এরই মধ্যে বিপুল সাড়া পেয়েছে। বিজয়ের মাসে প্রতিবাদের এই গল্প আমাদের নতুন করে ভাবাবে। সুকর্ন সাহেদ ধীমানের অসাধারণ এই নির্মাণে দর্শক নতুন কিছু দেখবে।’
‘জাগো বাহে’ প্রিমিয়াম কনটেন্ট হিসেবে চরকির অ্যাপ ও ওয়েবসাইট থেকে দেখা যাবে। সিরিজটি দর্শক মাসিক, ৬ মাস ও ১২ মাসের সাবস্ক্রিপশন প্যাকেজ কেনার মাধ্যমে দেখতে পারবেন।
পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে সাবস্ক্রিশন কেনার মধ্য দিয়ে শুধু এই ছবিটিই নয়, আরও দেখা যাবে চরকি অরিজিনাল ওয়েব সিরিজ, অ্যান্থলজি সিরিজ, বাংলায় ডাব করা ভিনদেশি চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্যসহ আরও অনেক ধরনের বৈচিত্র্যময় কনটেন্ট।
সারাবাংলা/এজেডএস